হৃতিক রোশনের জটিল অসুখ সারল কীভাবে? ছবি: সংগৃহীত।
তিনি বলিউডের প্রথম সারির তারকা। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচে মজে অনুরাগীরা। ‘লক্ষ্য’ ছবিতে ‘ম্যায় আইসা কিঁউ হু’, কিংবা ‘এক পল কা জিনা’ নাচ ভাইরাল যুগ পড়ার আগে বিপুল জনপ্রিয় হয়েছিল। তাঁর পায়ের জাদুতে বুঁদ ভারতীয় দর্শক। সেই হৃতিক রোশনকে একসময় নাচ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। আসলে ২১ বছর বয়সে হৃতিক মেরুদণ্ডের কঠিন রোগে আক্রান্ত হন।
হৃতিক রোশন কোনও দিনই নায়কসুলভ শরীর তৈরি করতে পারবেন না বলে দিয়েছিলেন চিকিৎসকেরা। হৃতিকের মেরুদণ্ডে সমস্যা ছিল। চিকিৎসকেরা নিরুৎসাহিত করেছিলেন তাঁকে। হৃতিকের প্রথম ছবি ‘কহো না প্যায়ার হ্যায়’ তৈরি হওয়ার আগেই এমন সাবধানবাণী শুনতে হয়েছিল। আসলে তাঁর মেরুদণ্ড বাঁকা। যদিও নেতিবাচক সেই কথাবার্তায় ভেঙে পড়েননি হৃতিক। উল্টে চ্যালেঞ্জ নিয়েছিলেন। মোটা বই নিয়ে শারীরিক কসরত করা শুরু করেন। ধীরে ধীরে বই থেকে ডাম্বল। এই ভাবে নায়কোচিত চেহারাও বানিয়ে ফেললেন তিনি। বাবার ছবিতেই বলিউডে আত্মপ্রকাশ ঘটে তাঁর।
হৃতিকও এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা জানান। তাঁর কথায়, “আমার শরীর-স্বাস্থ্য অ্যাকশন ছবি করার বা ছবিতে নাচ করার মতো শক্তপোক্ত নয় বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। এটা আমি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছিলাম। চেহারা এবং ফিটনেসের দিকে নজর দিয়েছিলাম। সীমাবদ্ধতার মধ্যেই কী ভাবে নিজের সেরাটা দিতে হবে, তা শিখেছিলাম। আমি খুশি যে, আজ আপনাদের সামনে দাঁড়িয়ে আছি।” শুধু তা-ই নয়, বরাবরই অ্যাকশন ছবি করে চলেছেন নায়ক।