Emraan Hashmi

পর্দায় ফিরেছেন ইমরান হাশমী, ছবির সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে বলিউডের কোন সত্যি সামনে আনলেন অভিনেতা?

‘ধুরন্ধর’-এর সাফল্য নিয়ে এখনও মাতামাতি চলছে। এরই মধ্যে ইন্ডাস্ট্রির কোন সত্যি প্রকাশ্যে আনলেন অভিনেতা ইমরান হাশমী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ১৩:২৮
কোন সত্যি প্রকাশ্যে  আনলেন অভিনেতা ইমরান হাশমী?

কোন সত্যি প্রকাশ্যে আনলেন অভিনেতা ইমরান হাশমী? ছবি: সংগৃহীত।

বলিউড থেকে টলিউড—সর্বত্র হাড্ডাহাড্ডি লড়াই, রেষারেষি, প্রতিযোগিতা। ‘ধুরন্ধর’-এর সাফল্য নিয়ে এখনও মাতামাতি চলছে। এরই মধ্যে ইন্ডাস্ট্রির কোন সত্যি প্রকাশ্যে আনলেন অভিনেতা ইমরান হাশমী? এক বার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, তিনি হিন্দি ছবিই দেখেন না। এই কারণেই কি বলিউডের প্রতি বিতৃষ্ণা জন্মেছে অভিনেতার?

Advertisement

সম্প্রতি একটি সাক্ষাৎকারে ‘ধুরন্ধর’-এর সাফল্যের প্রসঙ্গ উঠেছিল। তখনই বিরক্তি উগরে দেন অভিনেতা। ইমরান বলেন, “ইন্ডাস্ট্রিতে ছবি যত সফল হতে ততই তো আমাদের জন্য ভাল। ব্যবসায় লাভ হলে ইন্ডাস্ট্রিতে মূলধনের পরিমাণ বাড়বে। কাজ হবে। কিন্তু আমাদের এখানে এত নিম্ন মানসিকতা সবার! ছবি সফল হলে ভাল বলুন, ব্যস! কিন্তু এখানে তো সেই ছবি পিছনে ফেলার চেষ্টা করা হয়।”

উল্লেখ্য, গত কয়েক বছরে অনেকটাই বেছে বেছে ছবি করেন ইমরান। সম্প্রতি ‘হক্‌’ ছবিতে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে। দাপুটে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছেলের অসুস্থতার জন্য এক সময় পুরোপুরি কাজ থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। কিন্তু এখন পরিবারে প্রায় সবটা স্বাভাবিক। ছেলে অনেকটা বড় হয়েছে। তাই আবার নতুন নতুন চরিত্রে পর্দায় ফিরতে চান তিনি।

Advertisement
আরও পড়ুন