Ajit Doval

‘কেবল সীমান্তরক্ষাই নয়, অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে!’ নতুন প্রজন্মকে বার্তা ডোভালের

ডোভাল বলেন, "ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে। দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে কেবল সীমান্ত নিরাপত্তার দিক থেকেই নয়, বরং অর্থনীতি থেকে শুরু করে সামাজিক উন্নয়ন— সব দিক থেকেই আবার মহান হয়ে উঠবে ভারত।"

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৪:৩৪
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। — ফাইল চিত্র।

স্বাধীনতার জন্য অনেক মূল্য দিতে হয়েছে ভারতকে। সেই অতীত ইতিহাসের ‘প্রতিশোধ’ নিতে হবে। তবেই সব দিক থেকে মহান হয়ে উঠবে ভারত। শনিবার নতুন প্রজন্মকে এমনই বার্তা দিলেন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।

Advertisement

শনিবার নয়াদিল্লিতে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্‌স ডায়লগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রায় তিন হাজার তরুণের উদ্দেশে ডোভাল বলেন, ‘‘আজকের স্বাধীন ভারত অতীতে এমনটা ছিল না। আপনারা ভাগ্যবান যে আপনারা স্বাধীন ভারতে জন্মেছেন। আমি ঔপনিবেশিক ভারতে জন্মেছিলাম। আমাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেক অপমান সহ্য করেছেন তাঁরা। অনেককে ফাঁসিতে ঝোলানো হয়েছে। গ্রাম, সভ্যতা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের মন্দিরগুলি লুট করা হয়েছে। আমরা অসহায় ভাবে সে সব দেখেছি।’’ এর পরেই ডোভাল বলেন, “ভারতের অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নিতে হবে। দেশকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে, যেখানে কেবল সীমান্ত নিরাপত্তার দিক থেকেই নয়, বরং অর্থনীতি থেকে শুরু করে সামাজিক উন্নয়ন— সব দিক থেকেই আবার মহান হয়ে উঠবে ভারত।”

ডোভাল আরও বলেন, “আমরা অত্যন্ত প্রগতিশীল ছিলাম। আমরা অন্যান্য সভ্যতা বা তাদের মন্দির আক্রমণ করিনি। কিন্তু, যেহেতু নিজেদের নিরাপত্তার বিষয়ে আমরা সচেতন ছিলাম না, তাই ইতিহাস আমাদের শিক্ষা দিয়েছে। আমরা কি সেই শিক্ষা পেয়েছি? প্রতিশোধ কখনওই ভাল নয়, তবে কখনও কখনও এটি একটি বিশাল শক্তি হতে পারে। আমাদের ইতিহাসের প্রতিশোধ নিতে হবে।” যুব সম্প্রদায়কে ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে দেশের পুনর্গঠন এবং মূল্যবোধ, অধিকার ও বিশ্বাসের ভিত্তিতে শক্তিশালী ও মহান ভারত গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন তিনি।

Advertisement
আরও পড়ুন