সঞ্জু স্যামসন। — ফাইল চিত্র।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে এক মাসও বাকি নেই। সব ঠিকঠাক থাকলে তিনিই ওপেন করবেন ভারতের হয়ে। তার আগে বিশ্বজয়ী ক্রিকেটারের থেকে প্রশিক্ষণ নিচ্ছেন সঞ্জু স্যামসন। বিশ্বকাপের আগে নিজেকে আরও ধারালো করে তুলতে চাইছেন তিনি।
সেই বিশ্বজয়ী ক্রিকেটার হলেন যুবরাজ সিংহ। সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে যুবরাজের থেকে প্রশিক্ষণ নিতে দেখা গিয়েছে সঞ্জুকে। ভিডিয়োয় যুবরাজ কী বলছেন তা শোনা যায়নি। তবে হাতের ইঙ্গিতে বোঝা গিয়েছে, কী ভাবে এক পায়ে এগিয়ে এসে ড্রাইভ মারতে হবে তা সঞ্জুকে শেখাচ্ছেন তিনি। পাশাপাশি শট খেলার আগে পা কোথায় নিয়ে যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছেন।
প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই দলের সদস্য ছিলেন যুবরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছ’টি ছক্কা মেরেছিলেন। অবসরের পর ইদানীং তাঁকে দেখা যাচ্ছে ভারতের তরুণ ক্রিকেটারদের শেখাতে। যুবরাজ কোনও অর্থের বিনিময়ে নয়, নিজে থেকেই এই ক্রিকেটারদের প্রশিক্ষণ দিচ্ছেন। অভিষেক শর্মা, শুভমন গিল, প্রভসিমরন সিংহ প্রত্যেকেই যুবরাজের অবদানের কথা স্বীকার করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন সঞ্জু। নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী।
উল্লেখ্য, গত দু’টি টি-টোয়েন্টি সিরিজ়ে অভিষেকের সঙ্গে শুভমন ওপেন করেছিলেন। সঞ্জুকে খেলতে হয়েছিল মিডল অর্ডারে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে সব ম্যাচে সুযোগও পাননি। তবে বিশ্বকাপে শুভমন না থাকায় সঞ্জুকেই ওপেন করানো হবে। নিজের পছন্দের জায়গায় সঞ্জু কেমন খেলেন, তার উপরে নির্ভর করছে ভবিষ্যতে দলে থাকবেন কি না।