—প্রতিনিধিত্বমূলক চিত্র।
একটি হাতিকে তাড়ানোর জন্য তারই হানায় মৃত্যু হল বাঁকুড়া থেকে যাওয়া বিশেষজ্ঞ দলের এক সদস্যের। ঘটনাটি ঝড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলায় ঘটেছে।
জানা গিয়েছে, অনেক দিন ধরে ওই দাঁতাল হাতিটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এমনকি, বেনিসাগরে দু’জনকে মেরে ফেলে ওই হাতি। তাকে তাড়ানোর জন্য বৃহস্পতিবার বাঁকুড়া থেকে একটি বিশেষ দল ওই এলাকায় আসে। হাতিটিকে তাড়ানোর সময় ওই আধিকারিক গুরুতর আহত হন। তাঁকে দ্রুত ওড়িশার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়েছে।
চাইবাসার বিভাগীয় বনকর্তা (ডিএফও) আদিত্য নারায়ণ জানান, হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি সাধারণ মানুষকে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না-দেওয়া এবং হাতির গতিবিধি সম্পর্কে বন দফতরের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন। তিনি আরও জানান, ডালমা, চাকুলিয়া এবং সরাইকেলা-খড়সাওয়ানের বনকর্মীরা হাতিটিকে জঙ্গলে পাঠানোর জন্য কাজ করছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখছেন।
অন্য দিকে, বনকর্তাদের মতে, গত দু’সপ্তাহে গোয়লকেরা এবং কোলহান বনাঞ্চলে এই দাঁতাল হাতিটি তিন শিশু-সহ ২০ জনের প্রাণ কেড়ে নিয়েছে।