Hardik Pandya

নাতাশার পর জেসমিনে মজেছিলেন, শান্তি পেলেন না হার্দিক! কী এমন ঘটল ক্রিকেটারের জীবনে?

হার্দিক ও জেসমিন গ্রিসে ছুটি কাটাতে গিয়েছিলেন একান্তে। প্রায় এক বছর একে অপরের সঙ্গেই ছিলেন কিন্তু আচমকাই নাকি ছন্দপতন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১১:৪০
শান্তি পেলেন না হার্দিক!

শান্তি পেলেন না হার্দিক! ছবি: সংগৃহীত।

নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের মাস খানেকের মধ্যেই নাকি একাধিক সম্পর্কের জড়িয়েছিলেন হার্দিক পাণ্ড্য। একেবারে প্রথম থেকেই ভারতীয় এই ক্রিকেটারের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। গত কয়েক মাসে তাঁর সঙ্গে জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার নাম। চলতি বছর দুবাইয়ে ভারত-পাক ম্যাচে হার্দিকের খেলা দেখে গ্যালারি থেকে তিনি বার বার ছুড়ে দিয়েছিলেন চুমু, ধরা পড়েছিল ক্যামেরায়। হার্দিক যেখানেই যাচ্ছিলেন, সঙ্গে ছিলেন জেসমিন। গ্রিসে ছুটি কাটাতেও গিয়েছিলেন একান্তে। প্রায় এক বছর একে অপরের সঙ্গেই ছিলেন। কিন্তু হঠাৎ নাকি ঘটে গিয়েছে ছন্দপতন।

Advertisement

সম্প্রতি শোনা যাচ্ছে, হার্দিকের নাকি অভিনেত্রী এষা গুপ্তের সঙ্গে মেলামেশা বেড়েছে। তার পরই জেসমিনের সঙ্গে দূরত্বের কানাঘুষো। ইনস্টাগ্রাম থেকে জেসমিনকে সরিয়ে ফেলেছেন হার্দিক। ঠিক একই কাজ করেছেন জেসমিনও।

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ গায়িকা জেসমিনের বহুমুখী প্রতিভা। ব্যাঙ্কের চাকরি থেকে গান, ইউটিউব ভ্লগিং থেকে অভিনয়— সব সময় নতুন কিছু করার চেষ্টা করেন তিনি। কেরিয়ার গড়তে এক সময় বলিপাড়ায়ও পা রাখেন তিনি। ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সোনু কে টিটু কি সুইটি’ নামের একটি হিন্দি ছবি। কার্তিক আরিয়ান অভিনীত এই ছবিতে ‘বম ডিগি’ গানটি গেয়েছেন জেসমিন। তবে এটুকুই নয়। জেসমিনের ঝুলিতে রয়েছে আরও অনেক কৃতিত্ব। তিনিই প্রথম ইন্দো-ব্রিটিশ গায়িকা, যিনি নিউ ইয়র্কের টাইম্স স্কোয়্যারের বিলবোর্ডে জায়গা পেয়েছিলেন। ২০১৪ এবং ২০১৫ সালে পর পর দু’বছর এশিয়ার প্রথম ৫০ জন ‘লাস্যময়ী নারী’ (সেক্সিয়েস্ট উওম্যান)-এর তালিকায় স্থান পান এই তরুণী। দুবাইয়ে খেলা দেখতে এসে সকলের নজর কাড়েন তিনি। নাতাশার পর জেসমিনের সঙ্গে সম্পর্ক গড়ার পথে ছিলেন হার্দিক কিন্তু সেই সুখ যেন দীর্ঘস্থায়ী হল না।

Advertisement
আরও পড়ুন