Uttarakhand Ankita Bhandari murder case

পুলিশের বিরুদ্ধেই অভিযোগ সেই ঊর্মিলার

২০২২ সালে হরিদ্বারের কাছে একটি হোটেলের কর্মী, ১৯ বছর বয়সি অঙ্কিতাকে হত্যা করা হয়। আসামিরা এখন জেলে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৫ ১০:০৮
সেই অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ার।

সেই অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ার। —ছবি : সংগৃহীত

উত্তরাখণ্ডে সাড়া জাগানো অঙ্কিতা ভান্ডারি হত্যাকাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় বিজেপির সাধারণ সম্পাদক দুষ্যন্তকুমার গৌতমকে গ্রেফতার করার দাবিতে রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। তবে বিজেপির কেন্দ্রীয় নেতার নাম টেনে এনে ক’দিন আগেই চাঞ্চল্যের সৃষ্টি করেছিলেন যিনি, সেই অভিনেত্রী ঊর্মিলা সানাওয়ার এ বার পুলিশের বিরুদ্ধে তাঁকেই গ্রেফতার ও হত্যার পরিকল্পনা করার অভিযোগ আনলেন।

২০২২ সালে হরিদ্বারের কাছে একটি হোটেলের কর্মী, ১৯ বছর বয়সি অঙ্কিতাকে হত্যা করা হয়। আসামিরা এখন জেলে। মামলায় ‘ভিআইপি’ যোগের কথা নিয়ে বিস্তর আলোচনা হলেও চার্জশিটে তা নিয়ে কিছুই বলা হয়নি। সম্প্রতি ঊর্মিলা ইঙ্গিত দেন, ওই ‘ভিআইপি’ আসলে বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম। অভিযোগ অস্বীকার করে গৌতম তদন্তের দাবি তোলেন। সঙ্গে অসম্মানজনক ভিডিয়োগুলি ইন্টারনেট থেকে সরানোর ব্যবস্থা করতে রাজ্য সরকারকে অনুরোধ করেন। উত্তরাখণ্ডের তফসিলি জাতি কমিশনের সেক্রেটারির তরফেও এই সংক্রান্ত খবর প্রকাশের জন্য সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমের চ্যানেলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য পুলিশের ডিজিপিকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন