মাহিকাকে আগলে রাখছেন হার্দিক! ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই ছবিশিকারিদের উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। অভিযোগ ছিল, প্রেমিকা মাহিকা শর্মার ছবি খারাপ ভাবে ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বার তাই প্রেমিকাকে আগলে রাখলেন ক্রিকেটতারকা।
কয়েক মাস আগে মাহিকার সঙ্গে প্রেমে সিলমোহর দিয়েছেন হার্দিক। সম্প্রতি একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতে দেখা যায় হার্দিক ও তাঁর প্রেমিকা মাহিকাকে। সঙ্গে সঙ্গে ছবিশিকারিরা তাঁদের ঘিরে ধরেন। তখন কোনওমতে ছবিশিকারিদের থেকে আগলে মাহিকাকে গাড়িতে তুলে দেন হার্দিক। প্রেমিকার গায়ে যাতে আঁচ না লাগে, সেই ভাবেই তাঁকে নিয়ে বেরোন হার্দিক। এই দেখে মুগ্ধ হয়ে যান ক্রিকেটারের অনুরাগীরা।
হার্দিকের পরনে ছিল ধূসর রঙের শার্ট ও কালো প্যান্ট, মাহিকা পরেছিলেন কালো রঙের মিনি ড্রেস। প্রেমিকাকে হাত ধরে গাড়িতে তুলে দেওয়ার পরে নিজে কয়েকটি ছবি তোলেন। তার পরে নিজেও গাড়িতে উঠে চালকের আসনে বসে পড়েন।
কিছু দিন আগে মাহিকার কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার পরেই ক্ষোভ উগরে দিয়ে হার্দিক লেখেন, “আজ যা ঘটেছে, তা সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছে। বান্দ্রার এক রেস্তরাঁয় সিঁড়ি দিয়ে নামছিল মাহিকা। তখন ছবিশিকারিরা এমন একটা দিক থেকে ওর ছবি তোলে, যেই দিক থেকে কোনও মহিলারই ছবি তোলা উচিত নয়। একটা ব্যক্তিগত মুহূর্তকে খুবই কুরুচিকর ভাবে প্রকাশ করা হল।” মাহিকার এমন ছবি ছড়িয়ে পড়তে দেখে ক্ষুব্ধ হার্দিক লিখেছিলেন, “মহিলাদের শ্রদ্ধা করা উচিত। প্রত্যেকের জীবনে একটা গণ্ডি থাকে, যা পার করা উচিত নয়।” সেই দিনের ঘটনার জন্যই কি প্রেমিকাকে আগলে রাখছেন হার্দিক? সেই প্রশ্নও তুলছেন অনুরাগীরা।