Tanya Mittal

তান্যা মিত্তলের কান্না নকল করায় ধেয়ে আসে কটাক্ষ! বড় খেসারত দিতে হচ্ছে জনি লিভার-কন্যাকে?

জেমির এই মন্তব্য কি তান্যার অনুরাগীদের থেকে কটাক্ষের শিকার হওয়ার ফল? জনি লিভারের কন্যা এর পরে এক সিদ্ধান্তের কথা জানান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২৭
তান্যাকে নিয়ে মশকরা করে বিপাকে জনি লিভারের কন্যা জেমি।

তান্যাকে নিয়ে মশকরা করে বিপাকে জনি লিভারের কন্যা জেমি। ছবি: সংগৃহীত।

তান্যা মিত্তলকে নিয়ে মশকরা করার খেসারত গুনতে হচ্ছে জনি লিভারের কন্যা জেমি লিভারকে! ‘বিগ বস্‌ ১৯’ শেষ হওয়ার পরে তান্যাকে নিয়ে ব্যঙ্গ করে একটি পোস্ট করেছিলেন কৌতুকশিল্পী। সেখানে তান্যার অভিব্যক্তি নকল করেছিলেন তিনি। তার পরেই কটাক্ষের শিকার হন তিনি। আর তার ঠিক ক’দিন পরেই বড় সিদ্ধান্ত নিলেন জেমি। ঠিক কী ঘটেছে?

Advertisement

জেমি তাঁর সমাজমাধ্যমে লেখেন, “যাঁরা আমাকে সত্যি চেনেন, তাঁরা জানেন আমি আমার কাজ কতটা ভালবাসি ও সেটা কতটা সৎ ভাবে করি। অন্যদের আনন্দ দিতে পেরে এবং এত বছর ভালবাসা পেয়ে আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। এই সফরে একটা বিষয় শিখেছি, সবাই তোমাকে উৎসাহ দেবে না, তোমার আনন্দে আনন্দিত হবে না। গত কয়েক দিনের কিছু ঘটনায় আমি বুঝেছি, নিজের একটা অংশ আমি হারিয়ে ফেলেছি।”

জেমির এই মন্তব্য কি তান্যার অনুরাগীদের থেকে কটাক্ষের শিকার হওয়ার ফল? জনি লিভারের কন্যা এর পরে এক সিদ্ধান্তের কথা জানান। তিনি লেখেন, “আমার কাজ আমি ভালবাসি এবং ভবিষ্যতেও আমি দর্শকের মনোরঞ্জন করব। আপাতত আমি নতুন করে নিজেকে গড়তে একটু সময় নিচ্ছি। আপনাদের সঙ্গে আগামী বছর দেখা হবে। সকলকে ধন্যবাদ ও ভালবাসা।”

জেমির এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা। তাঁদের কথায়, “আপনি সত্যিই অন্যরকম। কাঁদাতে অনেকেই পারে, হাসানো সহজ নয়। কারও কথায় দয়া করে প্রভাবিত হবেন না।” ‘বিগ বস্‌’-এর ঘরে কথায় কথায় কেঁদে ফেলতেন তান্যা। অনেকে আবার তাঁর এই কান্নার সত্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। কান্নার সময়ে নেটপ্রভাবীর অভিব্যক্তি নিয়ে মশকরা করেছিলেন জেমি। তার পরেই তান্যার অনুরাগীরা তাঁকে নিয়ে নানা কুমন্তব্য করতে থাকেন।

Advertisement
আরও পড়ুন