Shraddha Kapoor

আলিয়া ও অনন্যার চেয়ে অনেক বেশি টাকা নেন! শ্রদ্ধা কপূর কত পারিশ্রমিক নেন?

খবর ছড়ায়, ‘স্ত্রী’-খ্যাত অভিনেত্রী নাকি আলিয়া ভট্ট ও অনন্যা পাণ্ডের তুলনায় তেমন কোনও কাজই পাচ্ছেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ১৬:০২
আলিয়া ও অনন্যার চেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রদ্ধা!

আলিয়া ও অনন্যার চেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রদ্ধা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

চিরকালই বাছাই করা ছবিতে অভিনয় করেন শ্রদ্ধা কপূর। কিন্তু পারিশ্রমিক অন্য অভিনেত্রীদের চেয়ে অনেক বেশি। এমন দাবি করলেন শ্রদ্ধার বাবা অর্থাৎ অভিনেতা শক্তি কপূর। সম্প্রতি খবর ছড়ায়, ‘স্ত্রী’-খ্যাত অভিনেত্রী নাকি আলিয়া ভট্ট ও অনন্যা পাণ্ডের তুলনায় তেমন কোনও কাজই পাচ্ছেন না। সেই সব জল্পনা দূর করতে মুখ খোলেন বর্ষীয়ান অভিনেতা।

Advertisement

সত্যিই কি আলিয়া ও অনন্যার মতো কাজ পাচ্ছেন না শ্রদ্ধা? মেয়েকে নিয়ে শক্তি বলেন, “ও এমনিতেই কম ছবিতে কাজ করে। কিন্তু যেটা করে সেটা যেন সেরা হয়, সেই দিকে খেয়াল রাখে। ও পারিশ্রমিকও বেশি নেয়। ওদের (আলিয়া, অনন্যা) সবার চেয়ে অনেক বেশি টাকা নেয়। বছরে মাত্র একটা অথবা দুটো ছবিতে কাজ করে।” তাই শ্রদ্ধা কাজ পাচ্ছেন না, এই খবর গুজব ছা়ড়া অন্য আর কিছু নয় বলেই দাবি শক্তি কপূরের। হাসতে হাসতেই তিনি বলে ওঠেন, “কী বলছেন? ও কাজ পাচ্ছে না?”

মানুষ হিসাবে শ্রদ্ধা কেমন? এই প্রশ্নের উত্তরে শক্তি বলেন, “ও খুবই জেদি। ওর মন যেটা বলে, ও সেটাই করে। কিছু নীতিবোধ রয়েছে ওর জীবনে যেগুলি ও খুব কড়া ভাবে অনুসরণ করে। আমাদের দারুণ সম্পর্ক। কখনও আমাদের খুব ঝগড়া হয়, কখনও আমরা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করি। কখনও আমরা ছবি নিয়ে আলোচনা করি। আমি সত্যিই ওর জন্য খুব গর্বিত। খুবই ভাল অভিনয় করে ও।”

২০২৫-এ মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। শোনা যায় এই ছবির জন্য অভিনেত্রী ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। শ্রদ্ধার এই ছবি বক্সঅফিসে ঝড় তুলেছিল।

Advertisement
আরও পড়ুন