Aditya-Anusha Break Up

নতুন বছরে সাতপাকে বাঁধা পড়ার কথা আদিত্য-অনুষার, অভিনেতা যুগলের নাকি বিয়ে ভেঙে গিয়েছে?

বলিউড হোক বা টলিউড, বিয়ে ভাঙার ঘটনা নতুন নয়। আদিত্য-অনুষার বিয়ে কী কারণে ভাঙছে? কেউ জানে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১২:৩২
অনুষা বিশ্বনাথন, আদিত্য সেনগুপ্তের এই রসায়ন কি অতীত?

অনুষা বিশ্বনাথন, আদিত্য সেনগুপ্তের এই রসায়ন কি অতীত? ছবি: ফেসবুক।

নতুন বছরে নতুন জীবনে পা দেবেন। বিয়ের বাঁধনে বাঁধা পড়বেন আদিত্য সেনগুপ্ত-অনুষা বিশ্বনাথন। এমনই গুঞ্জন ছড়িয়েছিল টলিউডে। বছরশেষে বিচ্ছেদের গুঞ্জনে নতুন করে শিরোনামে তাঁরা!

Advertisement

টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে, বিয়ে ভেঙেছে আদিত্য-অনুষার! গুঞ্জনের সারমর্ম এই, দুই পরিবারের সম্মতিতে জানুয়ারি মাসে নাকি চার হাত এক হওয়ার কথা ছিল তাঁদের। সেইমতো অনুষ্ঠানের জন্য নাকি বাড়িভাড়াও করা হয়ে গিয়েছিল তাঁদের। কিন্তু, আচমকাই নাকি পিছিয়ে গিয়েছেন পাত্রী স্বয়ং। তিনি নাকি এই বিয়েতে রাজি নন! যদিও অনুষার সমাজমাধ্যমে এখনও আদিত্যের সঙ্গে তাঁর একাধিক ছবি জ্বলজ্বল করছে। আদিত্যের সমাজমাধ্যমে কিন্তু অনুষার একটাও ছবি নেই।

খবরের সত্যতা জানতে আদিত্য ও অনুষা, উভয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল আনন্দবাজার ডট কম। কারণ, তাঁদের প্রেমের খবর প্রথম প্রকাশিত এই সংবাদমাধ্যমেই। সেই সময়ে দুই অভিনেতা স্বীকার করেছিলেন তাঁদের সম্পর্কের কথা। জানিয়েছিলেন, তাড়াতাড়িই তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন। সেই সম্পর্ক ভাঙল!

আদিত্য-অনুষা সাড়া না দিলেও ঘটনার সত্যতায় সিলমোহর দিয়েছেন একাধিক জন। নামপ্রকাশে অনিচ্ছুক বিনোদন দুনিয়ার ব্যক্তিত্বের দাবি, এ রকমই কিছু ঘটেছে। মাসকয়েক আগেই নাকি ভেঙেছে দু’জনের সম্পর্ক। বিষয়টি প্রকাশ্যে আসতে দেয়নি দুই পরিবার। প্রসঙ্গত, আদিত্য অভিনেতা-পরিচালক খেয়ালি দস্তিদার-অরিন্দম গঙ্গোপাধ্যায়ের ছেলে। অন্য দিকে, অনুষা পরিচালক অশোক বিশ্বনাথন-মধুমন্তী মৈত্রের মেয়ে।

বলিউড হোক বা টলিউড, যুগলের বিয়ে ভাঙার ঘটনা নতুন নয়। কিন্তু আদিত্য-অনুষার বিয়ে কী কারণে ভাঙছে? এখনও পর্যন্ত কেউ জানে না।

Advertisement
আরও পড়ুন