Hema Malini

ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে হিংসা করেন হেমা মালিনী! কী বললেন তারকা সাংসদ?

প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীনই হেমাকে বিয়ে করেন। কিন্তু কখনও প্রথম স্ত্রীকে হিংসে হয়নি হেমার!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৬:১৭
ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীকে হিংসে করেন নাকি হেমা!

ধর্মেন্দ্রের প্রথম স্ত্রীকে হিংসে করেন নাকি হেমা! ছবি: সংগৃহীত।

একটা সময় বহু নারীর হৃদয়ে কম্পন ধরিয়েছিলেন। সেই ধর্মেন্দ্রই একদিন প্রেমে পড়ে গেলেন হেমা মালিনীর। এমনকি, নিজের ধর্ম বদলে হেমাকে বিয়ে করেন অভিনেতা। তবে প্রথম স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কও ত্যাগ করেননি তিনি। ফলে দুই সম্পর্ক ঘিরে ছিল দ্বন্দ্ব, জটিলতা, টানাপড়েন ও আবেগও। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীনই হেমাকে বিয়ে করেন। কিন্তু কখনও প্রথম স্ত্রীকে হিংসে হয়নি হেমার!

Advertisement

হেমার সঙ্গে অভিনেতার বিয়ে নাকি কখনওই মেনে নেয়নি দেওল পরিবার। সেই জন্য দেওলদের কোনও অনুষ্ঠানে কখনও দেখা যায়নি হেমা কিংবা তাঁর দুই মেয়ের কাউকেই। এমনকি, ধর্মেন্দ্রের স্মরণসভাতেও ছিলেন না হেমা। তাঁর দুই মেয়েকে নিয়ে নিজের বাড়িতে অভিনেতার জন্য গীতাপাঠের ব্যবস্থা করেন।

এক পুরনো সাক্ষাৎকারে প্রকাশকে নিয়ে মুখ খুলেছিলেন হেমা। তিনি জানিয়েছিলেন, কোনও দিনই তিনি ধর্মেন্দ্রের ‘অন্য পরিবার’-এর কাছে কোনও কিছু দাবি করেননি। দুই পরিবারের সম্পর্ক নিয়ে হেমা বলেন, ‘‘ভালোবাসায় শুধুই নিজের থেকে দিতে হয়। আমরা একে অপরকে এতটাই ভালবাসি যে, এই ছোট ছোট বিষয় নিয়ে কোনও অভিযোগ আমার নেই। আর আমি কোনও দিনও কাউকে বিরক্ত করতে চাইনি। আমি ওঁর থেকে ভালবাসা ছা়ড়া কিছু চাই না।’’

হেমা কখনও প্রকাশ কৌরের সঙ্গে দেখা করেননি। একে অপরকে এড়িয়ে চলতেন। যদিও ধর্মেন্দ্র শেষজীবনে প্রথম স্ত্রীয়ের সঙ্গে এক বাড়িতেই থাকতেন। হেমা জানান, তিনি কোনও কিছু নিয়ে অভিনেতার প্রথম স্ত্রীকে হিংসে করেননি। হেমার কথায়, ‘‘আমার মধ্যে হিংসে নেই বলেই আমি পৃথিবীর অন্যতম সুখী মানুষ।’’

Advertisement
আরও পড়ুন