Viral Video

গরুর সামনে গোখরো-বেজির লড়াই! ফণা মেলে শরীর কয়েক ফুট উপরে তুলল সাপটি, তার পরেই ঘটল অদ্ভুত ঘটনা

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাগানে গাছের নীচে ঘোরাফেরা করছে একটি গরু। তার ঠিক সামনেই একটি বিশাল গোখরো সাপ। সাপটিকে দেখে ওই জায়গায় পৌঁছে যায় একটি নেউল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩০
Video shows fight between mongoose and cobra goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

কথায় আছে সাপে-নেউলে সম্পর্ক। প্রকাশ্যে এল সেই চিরশত্রু দুই প্রাণীর ধুন্ধুমার লড়াই। রাস্তার ধারে একটি গাছের নীচে ‘যুদ্ধ’ করতে দেখা গেল একটি লম্বা ভয়ঙ্কর গোখরো এবং একটি নেউলকে। শুধু তা-ই নয়, নেউল যুদ্ধের শেষে বিষাক্ত সাপটিকে পরাস্তও করল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাগানে গাছের নীচে ঘোরাফেরা করছে একটি গরু। তার ঠিক সামনেই একটি বিশাল গোখরো সাপ। সাপটিকে দেখে ওই জায়গায় পৌঁছে যায় একটি নেউল। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় গোখরো। ফণা মেলে নিজের শরীর বেশ কয়েক ফুট উপরে তুলে নেউলকে সাবধান করে সাপটি। কিন্তু নেউলও ছাড়ার পাত্র নয়। পিছন থেকে গিয়ে বিষাক্ত সাপটিকে বার বার আক্রমণ করতে শুরু করে। এক বার সাপের মাথা কামড়েও ধরে। কিন্তু সাপটি শীঘ্রই নিজেকে ছাড়িয়ে নেয়। এর পর ফোঁস করে তেড়ে যায় নেউলের দিকে। কিন্তু নেউল আবার চেপে ধরে সাপের মাথা। কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায় গোখরোটিকে। আবার সাপটি নিজেকে নেউলের খপ্পর থেকে উদ্ধার করে। এর পর দুই শত্রু দু’জনকে দেখতে থাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও দুই চিরশত্রুর লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতল তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘রবি.তেজা২৮০৭’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সাপ-নেউলের ভয়ঙ্কর লড়াই দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘গোখরো ভয়ঙ্কর সাপ। কিন্তু বেজির কাছে সে টিকতে পারবে না।’’

Advertisement
আরও পড়ুন