Viral Video

বিয়েবাড়িতে তন্দুরি রুটি নিয়ে কাড়াকাড়ি, নিমেষে ছড়াল বিশৃঙ্খলা, রেগে গিয়ে অদ্ভুত কাণ্ড ঘটালেন রাঁধুনি! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার সিরসা জেলায় ওই বিয়ের আসর বসেছিল। রাত হতেই খাবারের জায়গার কাছে ভিড় বাড়ছিল। তবে সবচেয়ে বেশি ভিড় ছিল তন্দুরি রুটির জায়গার কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫
Video shows brawl erupts among guests over Tandoori Roti in Haryana marriage

তন্দুরি রুটি খেতে অতিথিদের কাড়াকাড়ি হরিয়ানার বিয়েবাড়িতে। ছবি: ইনস্টাগ্রাম।

তন্দুরি রুটি কে আগে নেবে? এই নিয়ে বিশৃঙ্খলা ছড়াল বিয়েবাড়িতে। তন্দুরি রুটি পাতে তুলতে কাড়াকাড়ি পড়ে গেল আত্মীয়স্বজনদের মধ্যে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনা ঘটেছে হরিয়ানার সিরসা জেলায়। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ঘটনার ভিডিয়ো। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানার সিরসা জেলায় ওই বিয়ের আসর বসেছিল। রাত হতেই খাবারের জায়গার কাছে ভিড় বাড়ছিল। তবে সবচেয়ে বেশি ভিড় ছিল তন্দুরি রুটির জায়গার কাছে। তন্দুর বানিয়ে যেখানে রুটিগুলি তৈরি হচ্ছিল, তার চারপাশে গোল হয়ে দাঁড়িয়েছিলেন একদল মানুষ। কয়েক জন রাঁধুনিকেও ঘিরে ফেলেন। এর পর তন্দুর থেকে রুটি তুলে আনতেই সেগুলি নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। কেউ কেউ হাত বাড়িয়ে লোহার শিক থেকেই সরাসরি রুটি টেনে নেওয়ার চেষ্টা করেন। বিশৃঙ্খলা ছড়ায়। মাটিতেও পড়ে যায় কিছু রুটি। রাঁধুনি পর্যন্ত অতিথিদের এ-হেন আচরণে রেগে যান। এর পর প্লেটে রুটি তোলার পরিবর্তে বেশ কয়েকটি রুটি তাঁর সামনের প্লেটে ছুড়ে দেন রাঁধুনি। সেগুলি নিতেও হুড়োহুড়ি পড়ে অতিথিদের মধ্যে। তখন চিৎকার করে ওঠেন রাঁধুনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইনফোবাজার নেট’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন অতিথিদের আচরণে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘অতিথিদের এ কী ধরনের আচরণ? এই সব মানুষদের চিড়িয়াখানায় রাখা হোক।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘চিড়িয়াখানার প্রাণীরাও এই আচর‌ণ করে না। এ সব অসভ্যতা মানুষের পক্ষেই সম্ভব।’’

Advertisement
আরও পড়ুন