Viral Video

বিশাল কুমিরের লেজ ধরে টানাটানি! রিল তৈরির নেশায় জীবন বিপন্ন করল এক দল তরুণ, ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলওয়ারের শিলিসের হ্রদের কাছে ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে। রিল ভিডিয়ো বানানোর জন্য ওই হ্রদের কাছে গিয়েছিলেন কয়েক জন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩
Video shows group of young man pulling Crocodile’s tail in Rajasthan’s Alwar

কুমিরকে উত্ত্যক্ত করছে তরুণের দল। ছবি: এক্স থেকে নেওয়া।

রিল তৈরির জন্য কুমিরের ডেরায় ঢুকে ভয়ঙ্কর প্রাণীটির লেজ ধরে টানাটানি! বিশাল কুমিরটিকে ক্রমাগত উত্ত্যক্ত করার চেষ্টা। কয়েক জন তরুণের এ হেন কাণ্ডে হইচই পড়ল নেটপাড়ায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের অলওয়ারে। সেই ঘটনারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অলওয়ারের শিলিসের হ্রদের কাছে ঘটনাটি ক্যামেরাবন্দি করা হয়েছে। রিল ভিডিয়ো বানানোর জন্য ওই হ্রদের কাছে গিয়েছিলেন কয়েক জন তরুণ। সেখানে একটি বিশাল কুমিরকে হ্রদের পারে শুয়ে বিশ্রাম নিতে দেখেন তাঁরা। এর পরেই রিল তৈরির নেশায় বিশাল কুমিরটির লেজ ধরে টানাটানি শুরু করেন তাঁরা। একাধিক বার সেই চেষ্টা করা হয়। এর পর কুমিরটি বিরক্ত হয়ে জলে নেমে যায়। লাফালাফি শুরু হয়ে যায় তরুণদের মধ্যে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নাগাল্যান্ড টিভি’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকেরা অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার অনেকে বিরক্তি প্রকাশ করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে রিল বানানোর জন্য ওই তরুণদের নিন্দায় সরবও হয়েছেন নেটাগরিকদের একাংশ। তাঁদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন কেউ কেউ।

উল্লেখ্য রাজস্থানের অলওয়ারের শিলিসের হ্রদ পর্যটনকেন্দ্র হিসাবে বিখ্যাত। হ্রদটিতে ৩০০টিরও বেশি কুমির রয়েছে। শীতকালে বহু মানুষ ওই হ্রদের ধারে ঘুরতে যান।

Advertisement
আরও পড়ুন