আত্মঘাতী যুবক রাহুল। ছবি: এক্স থেকে নেওয়া।
স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দিনের পর দিন দাম্পত্যকলহ। ‘সহ্য করতে না পেরে’ আত্মঘাতী হলেন এক যুবক। নিজেকে শেষ করার আগে রেকর্ড করলেন ভিডিয়োবার্তাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাণসীতে। সেই ভিডিয়োবার্তা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আত্মঘাতী ওই যুবকের নাম রাহুল। ভিডিয়োবার্তায় তিনি দাবি করেছেন, স্ত্রী তাঁর সঙ্গে প্রতারণা করছেন। জীবনে দাম্পত্যকলহও চরম মাত্রায় পৌঁছেছে এবং সেই কারণেই জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিয়ো। রাহুল আরও জানিয়েছেন, স্ত্রী সন্ধ্যা তাঁকে চার বছর বয়সি পুত্রের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। রাহুলের দাবি, স্ত্রী শুভম সিংহ নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে রয়েছেন। স্ত্রীর অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক তিনি মেনে নিতে পারছেন না। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে কলহ শুরু হয়। পরে স্ত্রী তাঁদের পুত্রকে নিয়ে বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যান। রাহুল আরও দাবি করেছেন, সন্ধ্যা তাঁর বিরুদ্ধে পণ নিয়ে হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। এর জন্য তাঁর জেলও হয়। জেল থেকে ফিরে তিনি দেখেন, শুভমের সঙ্গে সন্ধ্যার সম্পর্ক অনেক দূর এগিয়েছে। তিনি পুত্রের সঙ্গে দেখা করতে গেলেও তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। রাহুল ভিডিয়োয় জানিয়েছেন, এ সব নিয়েই তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন। তাঁর বাঁচার ইচ্ছা থাকলেও তিনি নিজেকে শেষ করে দিতে চান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এর পরেই রাহুলের ঝুলন্ত দেহ তাঁর ঘর থেকে উদ্ধার হয়।
পুলিশ সূত্রে খবর, রাহুল বারাণসীর বানকাট গ্রামে থাকতেন। স্থানীয় এক ব্যবসায়ীর গাড়িচালক হিসাবে কাজ করতেন। সন্ধ্যার সঙ্গে তাঁর বছর চারেক আগে বিয়ে হয়। রেয়াংশ নামে এক পুত্রও হয় তাঁদের। অন্য দিকে, রাহুলের মা রানি দেবীর অভিযোগ, সন্ধ্যার সঙ্গে শুভমের সম্পর্ক তৈরির আগে পর্যন্ত রাহুলের সংসার ভালই চলছিল। কিন্তু পরে রাহুলের বিরুদ্ধে হয়রানির অভিযোগ দায়ের করেন সন্ধ্যা। তিন মাস জেলও খাটতে হয় রাহুলকে। এর পরে সন্ধ্যা বিবাহবিচ্ছেদের আবেদন করেন এবং ৩০ লক্ষ টাকা খোরপোশের দাবি করেন। অভিযোগ, শুভম এবং তাঁর সঙ্গীরা রাহুলকে জনসমক্ষে অপমান করতেন। রাহুলের মায়ের দাবি, ঋণের বোঝাও চেপেছিল ছেলের কাঁধে। সব মিলিয়ে চাপ সহ্য করতে পারেননি রাহুল। আর সে কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন। রাহুলের মৃত্যুর পর সন্ধ্যা এবং তাঁর মায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন রানি দেবী।
বারণসীর পুলিশ আধিকারিক রাজবাহাদুর মৌর্য সংবাদমাধ্যমে জানিয়েছেন, রাহুলের মায়ের অভিযোগের ভিত্তিতে সন্ধ্যা এবং তাঁর মাকে গ্রেফতার করা হয়েছে। শুভম সিংহ নামে ওই যুবকের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
মৃত্যুর আগে রাহুলের সাত মিনিটের ভিডিয়ো বার্তাটি পোস্ট করা হয়েছে সাংবাদিক সচিন গুপ্তের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে সরব হয়েছেন। পুলিশকে বিষয়টি খতিয়ে দেখার আর্জিও জানিয়েছেন নেটাগরিকদের একাংশ।