Viral Video

বিমানের শৌচালয়ের দরজা কাঁধে লাগায় এ কী করলেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়ায় হাসির রোল, ভাইরাল ভিডিয়ো

মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোয় ভাষণ দিতে যাচ্ছিলেন ট্রাম্প। বিমানের অন্দরে শৌচালয়ের ঠিক সামনে দাঁড়িয়ে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ ১০:৫৫
Video shows US President Donald Trump’s reaction after bumped by lavatory door

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স থেকে নেওয়া।

বিমানের অন্দরে শৌচালয়ের দরজায় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেই ধাক্কা খাওয়ার পর তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে তাঁর প্রতিক্রিয়ার ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্টের বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোয় ভাষণ দিতে যাচ্ছিলেন ট্রাম্প। বিমানের অন্দরে শৌচালয়ের ঠিক সামনে দাঁড়িয়ে এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন তিনি। তখনই ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। আসলে ট্রাম্প যখন শৌচালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন শৌচালয়ের ভিতরে এক জন ছিলেন। কিন্তু স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট যে শৌচালয়ের বাইরে দাঁড়িয়ে, তা তিনি জানতেন না। তাই ওই ব্যক্তি শৌচালয়ের দরজা খুললে সেটি ট্রাম্পের ডান কাঁধে গিয়ে ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে বাঁকা হাসি হেসে দরজার দিকে তাকান মার্কিন প্রেসিডেন্ট। সবটা বুঝতে পেরে ব্যঙ্গ করে বলেন, ‘‘যে-ই ভিতরে থাকুন না কেন, বেরিয়ে আসুন।’’ এর পর আবার মুখ ফিরিয়ে নেন। কিন্তু ওই ব্যক্তি আর বেরিয়ে আসার সাহস পাননি। কিছু ক্ষণ পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট দরজা দিয়ে উঁকি মেরে ওই ব্যক্তিকে বেরিয়ে আসার ইশারা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি ‘জ়ালটি৭১’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। ট্রাম্পের রসবোধের প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। অনেকে আবার শৌচালয়ের ভিতরে থাকা ওই ব্যক্তির কথা ভেবে মজার মজার মন্তব্য করেছেন।

Advertisement
আরও পড়ুন