Viral Video

মদের দোকানে রাকুনের দৌরাত্ম্য! বোতল ভেঙে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকল শৌচালয়ে, ভাইরাল ভিডিয়ো

গত শুক্রবার রাতে অ্যাশল্যান্ডের ওই মদের দোকানে ঢুকে পড়ে একটি রাকুন। তত ক্ষণে দোকানটি বন্ধ হয়ে গিয়েছিল। ফাঁকা সেই দোকানে দৌরাত্ম্য চালায় ছোট প্রাণীটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৩৬
Video shows Raccoon passed out in liquor store of America after drinking alcohol

ছবি: ইনস্টাগ্রাম।

মদের দোকানে ঢুকে তছনছ করে দিল রাকুন! একাধিক মদের বোতল ভাঙার পাশাপাশি মদও খেল। পরে দোকানের শৌচালয়ে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ছোট্ট প্রাণীটিকে। আমেরিকার ভার্জিনিয়ার অ্যাশল্যান্ডে ঘটেছে সেই ঘটনা। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার রাতে অ্যাশল্যান্ডের ওই মদের দোকানে ঢুকে পড়ে একটি রাকুন। তত ক্ষণে দোকানটি বন্ধ হয়ে গিয়েছিল। ফাঁকা সেই দোকানে দৌরাত্ম্য চালায় ছোট প্রাণীটি। অনেক মদের বোতল ভেঙে ফেলে। বিভিন্ন বোতল থেকে পড়ে যাওয়া মদ পানও করে ফেলে ভুলবশত। শনিবার সকালে এক কর্মী দোকান খোলার পর দোকানের ওই অবস্থা দেখে চমকে যান। মালিককে খবর দেন তিনি। পরে দোকানের শৌচালয়ে ওই রাকুনটিকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, খবর পেয়ে মার্টিন নামে এক প্রাণীসুরক্ষা কর্মী রাকুনটিকে উদ্ধার করেন। রাকুনটিকে নিরাপদে পশু আশ্রয়কেন্দ্রে নিয়ে যান মার্টিন। সেখানে কয়েক ঘণ্টা বিশ্রাম নেয় প্রাণীটি। পরে তাকে জঙ্গলে ছেড়ে আসা হয়।

মদের দোকানে রাকুনের মদ খেয়ে পড়ে থাকার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ককটেল পান করার জন্যই রাকুনের ওই অবস্থা হয়েছে। মজার ঘটনা।’’

Advertisement
আরও পড়ুন