Viral Video

ঘুরে দেখছিলেন পুত্রের ‘ভাড়া করা ফ্ল্যাট’, ছেলে এসে হাতে তুলে দিল ‘স্বপ্ন’! চোখে জল এল মা-বাবার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ফ্ল্যাটের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক দম্পতি। পুত্র সেখানে ভাড়া থাকে ভেবে চারদিক ভাল করে দেখে নিচ্ছেন। এমন সময় ফ্ল্যাটের নথি এবং একটি নামফলক নিয়ে দম্পতির সামনে হাজির হন তাঁদের পুত্র।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০৯:৩২
Video shows son surprises parents by gifting them new flat, Internet applauds

পুত্রকে জড়িয়ে ধরে আদর মা-বাবার। ছবি: ইনস্টাগ্রাম।

পুত্রের ভাড়ার ফ্ল্যাট ভেবে চারদিক ঘুরে দেখছিলেন দম্পতি। তখনই চমক দিল ছেলে। ফ্ল্যাটের দলিল এবং নামফলক মা-বাবার হাতে তুলে দিয়ে জানাল, এই বাড়ি তাঁদেরই। তাঁদের জন্যই কিনেছেন। ছেলের কথা শুনে নিজেদের কানকে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না দম্পতি। পরে সত্যি বুঝে কান্নায় ভেঙে পড়েন তাঁরা। তবে সেই কান্না ছিল আনন্দের। সম্প্রতি সমাজমাধ্যমে নেটাগরিকদের মনে জায়গা করে নিয়েছে তেমনই একটি ভিডিয়ো। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মা-বাবাকে ফ্ল্যাট উপহার দেওয়া ওই তরুণের নাম আশিস জৈন। সম্প্রতি মুম্বইয়ের বুকে একটি ফ্ল্যাট কিনে বাবা-মাকে চমক দেন তিনি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ফ্ল্যাটের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন এক দম্পতি। পুত্র সেখানে ভাড়া থাকে ভেবে চারদিক ভাল করে দেখে নিচ্ছেন। এমন সময় ফ্ল্যাটের নথি এবং একটি নামফলক নিয়ে দম্পতির সামনে হাজির হন তাঁদের পুত্র। সেগুলি মা-বাবার হাতে তুলে দিয়ে জানান, ফ্ল্যাটটি তিনি কিনেছেন। এর পর বাবা-মায়ের হাতে সেই নথি এবং নামফলক তুলে দেন। প্রথমে হতবাক হয়ে যান দম্পতি। কিছু ক্ষণ পরে আনন্দে তাঁদের চোখে জল চলে আসে। কেঁদে ফেলেন তাঁরা। ছেলেকে জড়িয়েও ধরেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে আশিসেরই ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘আশিসজৈন_২২০২’ থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে আশিসের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। অনেকেই মুহূর্তটিকে ‘মা-বাবার স্বপ্ন’ বলে মন্তব্য করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মা-বাবার এই প্রতিক্রিয়া অমূল্য। তুমি আরও এগিয়ে যাও ভাই। মা-বাবার আরও স্বপ্নপূরণ করো।’’

Advertisement
আরও পড়ুন