Viral Video

বিয়ের আসরে শাহরুখকে ডেকেছিল পরিবার, মঞ্চে তাঁর সঙ্গে নাচতে চাইলেন না লজ্জায় রাঙা পাত্রী! ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, বিত্তশালী পরিবারের কন্যার বিয়ে উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারিদিকে আলোর রোশনাই। মঞ্চে পাত্রী দাঁড়িয়ে। তাঁর আশপাশে কয়েক জন মহিলা নাচছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫ ১১:৩৩
Video shows bride feel shy to dance with Shah Rukh Khan and refuses his hand

মঞ্চে নাচছেন অভিনেতা শাহরুখ খান। ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়ের আসর জমাতে শাহরুখ খানকে ডেকেছিল পরিবার। কিন্তু মঞ্চে বলি অভিনেতার সঙ্গে নাচতে অস্বীকার করলেন পাত্রী! মঞ্চে একসঙ্গে নাচার জন্য শাহরুখ পাত্রীর দিকে হাত বাড়িয়ে দিলেও, সেই হাত না ধরে একই জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকলেন তিনি। দিল্লির এক বিয়েবাড়িতে দেখা গেল তেমনই এক দৃশ্য। যে কিং খানের এক ঝলক দেখার জন্য তাঁর ভক্তকুল পাগল, তাঁকে একই মঞ্চে পেয়েও নাচলেন না তরুণী পাত্রী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিত্তশালী পরিবারের কন্যার বিয়ে উপলক্ষে বিশাল মঞ্চ বাঁধা হয়েছে। চারদিকে আলোর রোশনাই। মঞ্চে পাত্রী দাঁড়িয়ে। তাঁর আশপাশে কয়েক জন মহিলা নাচছেন। পাত্রীর একদম পাশে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ। হঠাৎ শাহরুখ অভিনীত ‘জওয়ান’ ছবির একটি গান বেজে ওঠে। সেই গানে মঞ্চ জুড়ে নাচতে শুরু করেন ‘কিং’ খান। তাঁর কয়েকটি জনপ্রিয় ‘হুক স্টেপ’-এও নাচতে দেখা যায় তাঁকে। এর পর পিছিয়ে এসে পাত্রীর দিকে হাত বাড়িয়ে দেন শাহরুখ। তাঁকে নাচার জন্য ইশারা করেন। কিন্তু লাজুক পাত্রী শাহরুখের হাত না ধরে এক জায়গাতেই ঠায় দাঁড়িয়ে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। স্বয়ং শাহরুখের সঙ্গে নাচার সুযোগ হাতছাড়া করার জন্য পাত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন