Koneenica Banerjee

বাদ পড়ল পাঁচ রকম ভাজা, পায়েস! ‘থাই’ খাবারে স্বামী সুরজিতের জন্মদিনে মজলেন কনীনিকা?

স্বামী এবং মেয়েকে নিয়ে মাঝে মাঝেই ঘুরতে যান অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি সমাজমাধ্যমের পাতায় ঘুরে ফিরে আসে। স্বামী সুরজি়ৎ হরির জন্মদিনে কী আয়োজন করলেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৩:০৪
স্বামী সুরজিতের জন্মদিন কী ভাবে পালন করলেন কনীনিকা?

স্বামী সুরজিতের জন্মদিন কী ভাবে পালন করলেন কনীনিকা? ছবি: সংগৃহীত।

পাঁচ রকম ভাজা, তেতো, পায়েস—জন্মদিন বা শুভ অনুষ্ঠান মানে যে কোনও বাঙালি বাড়িতে এমন ভুরিভোজের আয়োজন করা হয়। যদিও তাঁরা পরিবার এ সব দিক থেকে একটু আলাদা। কলকাতায় থাকলে হয়তো এ ভাবেই স্বামীর জন্মদিনের আয়োজন করতেন। কিন্তু এই বছরের জন্মদিনে গোটা পরিবারের সঙ্গে বিদেশে সময় কাটাচ্ছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ১৭ জুন স্বামী সুরজিৎ হরির জন্মদিন। কিছু দিন আগে মেয়ে কিয়ার জন্মদিন ছিল। সব মিলিয়ে এখন উৎসব উৎসব মরসুম। সে ভাবেই থাইল্যান্ড ঘোরার পরিকল্পনা করেছিলেন সুরজিৎ এবং কনীনিকা। তাইল্যান্ডে সমুদ্রের পারে মধ্য রাতে জন্মদিনের উদ্‌যাপন করলেন তাঁরা। কেক কাটা, খাওয়া-দাওয়াতো ছিলই। জন্মদিনে স্বামীকে কী উপহার দিলেন কনীনিকা?

Advertisement

তখনও তিনি তাইল্যান্ডেই। আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ। অন্য একটি নম্বরে পাওয়া গেল অভিনেত্রীকে। এখন শুধুই পরিবারের জন্য সময়। ছুটির মেজাজ। মেয়ের স্কুলে গরমের ছুটি চলছে। অভিনেত্রী নিজেও ‘রান্নাঘর’-এর শুটিং থেকে ছুটি নিয়েছেন।

কনীনিকা বললেন, “মেয়ের গরমের ছুটি। আমি কয়েক দিনের ছুটি নিয়েছি। গোটা পরিবারকে নিয়ে তাইল্যান্ড ঘুরতে এসেছি আমরা। দুই ছেলে-মেয়ে, সবাই আছে। রাতে এখানেই কেক কেটে উদ্‌যাপন করেছি আমরা। কয়েক দিন আগে মেয়ের জন্মদিনও গিয়েছে। দুই মিলিয়েই সেলিব্রেশন হচ্ছে। এত দিন তো থাই খাবার খাচ্ছিলাম। জন্মদিন উপলক্ষে সোমবার রাতে অবশ্য ভারতীয় খাবার অর্ডার করেছিলাম আমরা।” স্বামীকে এখনও কোনও উপহার দেননি অভিনেত্রী। যা হবে কলকাতায় ফিরে।

মঙ্গলবার রাতে মেয়েকে নিয়ে কলকাতা ফিরে আসবেন অভিনেত্রী। কিন্তু সুরজিৎ ওখান থেকে চলে যাবে বালি। অভিনেত্রী বললেন, “সুরজিৎ স্কুবা ডাইভিং করে। তাই বালি চলে যাবে। আমরা ফিরে আসব। এখানে এসে একসঙ্গে জন্মদিনের আয়োজন করব। মেয়ের আর বাবার। তখন বাঙালি মতে পাঁচ ভাজা, পায়েস রান্না করব।” এখনও পর্যন্ত স্বামীকে কী উপহার দেবেন তা ঠিক করতে পারেননি কনীনিকা।

Advertisement
আরও পড়ুন