Health Updates Of Director Sudeshna Roy

জন্মদিনে হাসপাতালে পরিচালক সুদেষ্ণা রায়! ভর্তি ছিলেন আইসিইউ-তে, কেমন আছেন তিনি?

আনন্দবাজার ডট কম-কে পরিচালক জানিয়েছেন, খাবারের বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ ১২:৪৫
গুরুতর অসুস্থ সুদেষ্ণা রায়।

গুরুতর অসুস্থ সুদেষ্ণা রায়। ছবি: ফেসবুক।

জন্মদিনে হাসপাতালে পরিচালক সুদেষ্ণা রায়। তাঁর অন্যতম পরিচালক বন্ধু অভিজিৎ গুহের থেকে প্রথম জানা যায় এ খবর। আনন্দবাজার ডট কম-কে সুদেষ্ণা নিজে জানিয়েছেন, খাবারের বিষক্রিয়া থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

Advertisement

দিন কয়েক আগে সুদেষ্ণা সপরিবার শান্তিনিকেতন বেড়াতে গিয়েছিলেন। বর্ষীয়ান পরিচালকের কথায়, “আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম। সেখানে বাকিরা যা খেয়েছেন, আমিও তা-ই খেয়েছি। কোনও পার্টিতেও এ বছর যোগ দিইনি। যার থেকে অনেক সময়েই অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।” ২২ ডিসেম্বর কলকাতায় ফেরেন তিনি। তার পরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে তাঁর।

সুদেষ্ণা জানিয়েছেন, দিন দুই তিনি বাড়িতে ওষুধ খেয়ে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় তাঁকে তড়িঘড়ি আইসিইউয়ে ভর্তি করানো হয়। রবিবার, জন্মদিনে তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করা হয়েছে। পরিচালকের কথায়, “এখন আগের তুলনায় অনেকটাই ভাল আছি। আর দিন দুয়েক হয়তো পর্যবেক্ষণে রাখা হবে আমাকে। তার পর হয়তো হাসপাতাল থেকে ছাড়া পাব।”

Advertisement
আরও পড়ুন