Hrithik Roshan on Dhurandhar

‘ধুরন্ধর’ ছবির রাজনীতির সঙ্গে সহমত নন হৃতিক! জাতীয়তাবোধ প্রসঙ্গে কটাক্ষের মুখে অভিনেতা

আদিত্য ধরের এই ছবি বক্সঅফিসে তোলপাড় ফেলে দিয়েছে। তবে পাশাপাশি বিতর্কও লেগে আছে ছবিকে কেন্দ্র করে। হৃতিকের মন্তব্য নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ১২:০৬
‘ধুরন্ধর’ নিয়ে হৃতিকের মন্তব্য।

‘ধুরন্ধর’ নিয়ে হৃতিকের মন্তব্য। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘ধুরন্ধর’ ছবির রাজনীতির সঙ্গে সহমত নন হৃতিক রোশন। সমাজমাধ্যমে আদিত্য ধর পরিচালিত এই ছবি নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন অভিনেতা। তা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে।

Advertisement

আদিত্য ধরের এই ছবি বক্সঅফিসে তোলপাড় ফেলে দিয়েছে। তবে পাশাপাশি বিতর্কও লেগে আছে ছবিকে কেন্দ্র করে। হৃতিকের মন্তব্য নতুন করে সেই বিতর্ক উস্কে দিয়েছে। অভিনেতা এই ছবি প্রসঙ্গে লিখেছেন, “আমি ছবি ভালবাসি। আমি তাদের ভালবাসি, যারা ছবির গল্পকেই সবটা নিয়ন্ত্রণ করতে দেয়। ‘ধুরন্ধর’ তেমনই একটি ছবি। যে ভাবে গল্প বলা হয়েছে, তা সত্যিই দারুণ। একেই বলেই সিনেমা।”

এর পরেই হৃতিক জানান, এই ছবিতে যে ধরনের রাজনীতির কথা বলা হয়েছে, তার সঙ্গে তিনি মোটেই সহমত নন। তিনি লেখেন, “আমি হয়তো ছবির রাজনীতির সঙ্গে সহমত নই। চিত্রনির্মাতা হিসাবে আমাদের কিছু দায়িত্ববোধ থাকে সারা বিশ্বের নাগরিকের কাছে, সেই বিষয়েও আমি তর্ক করতে পারি। কিন্তু এ কথা অস্বীকার করার কোনও জায়গা নেই, সিনেমার ছাত্র হিসাবে এই ছবির নির্মাণ থেকে আমি অনেক কিছু শিখেছি। অসাধারণ।”

এই মন্তব্যের পরেই হৃতিকের দিকে ধেয়ে আসে কটাক্ষ। অনেকেই দাবি করেছেন, হৃতিক আসলে দেশের জাতীয়তাবোধের বিরোধিতা করছেন। কারণ, ছবিতে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপানউতর দেখানো হয়েছে। পাশাপাশি পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টারদের মধ্যে বচসাও দেখানো হয়েছে। এক নেটাগরিক দাবি করেছেন, হৃতিকের এই মন্তব্য কেউ কেউ সমর্থন করতেই পারেন। হৃতিক বিরাট সাহসিকতা দেখিয়েছেন, এমন দাবিও করতে পারেন অনেকে। কিন্তু আসলে এই মন্তব্য করে দেশের অধিকাংশ মানুষের চোখে নিজেকে উনি ছোট করলেন।

Advertisement
আরও পড়ুন