Huma Qureshi

সোহেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, এ বার বাগ্‌দান সারলেন হুমা কুরেশি! পাত্রটি কে?

সোহেলের ঘর ভাঙার পিছনে অনেকেই দায়ী করেন হুমা কুরেশিকে। এ বার চুপিচুপি বাগ্‌দান সারলেন অভিনেত্রী। যদিও পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৮
সোহেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! কাকে বিয়ে করবেন হুমা?

সোহেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! কাকে বিয়ে করবেন হুমা? ছবি: সংগৃহীত।

সলমন খানের ছোটভাই সোহেল খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গত দু’বছর ধরে চর্চা চলছিল। অভিনেতার ‘ঘর ভাঙা’র পিছনে অনেকেই দায়ী করেন হুমা কুরেশিকে। এ বার চুপিচুপি বাগ্‌দান সারলেন অভিনেত্রী। যদিও পাত্র অভিনেত্রীর দীর্ঘদিনের প্রেমিক এবং অভিনয় প্রশিক্ষক।

Advertisement

অভিনেত্রীর তরফে আনুষ্ঠানিক ভাবে এটা নিয়ে কিছু ঘোষণা করা না হলেও, জল্পনার সূত্রপাত তাঁদের ঘনিষ্ঠ এক বন্ধুর পোস্ট থেকে। অভিনয় প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে নাকি সম্প্রতি আংটি বদল করেছেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আনেন হুমা ও রচিতের ঘনিষ্ঠ বন্ধু আকশা সিংহ। আকশা তাঁর ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই রচিত এবং হুমাকে রংমিলান্তি কালো পোশাকে দেখা গিয়েছে। তাতে আকশার লেখা ক্যাপশন দেখে জল্পনার সূত্রপাত। হুমা-রচিতের ছবি দিয়ে তিনি লেখেন, “তোমাদের ছোট্ট স্বর্গরাজ্যের জন্য শুভেচ্ছা। আজকের রাতটা দারুণ কাটুক।” ছবিতে হুমার অনামিকায় হিরের আংটি দেখে অনেকেই বলাবলি শুরু করেছেন, এ বার হয়তো সংসারী হচ্ছেন হুমা।

Advertisement
আরও পড়ুন