Iman Chakraborty

Iman Chakraborty-Nilanjan Ghosh: নীলাঞ্জনের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু ইমনের, ছবি ভাইরাল নেটমাধ্যমে

ঘনিষ্ঠ মুহূর্ত ইনস্টাগ্রামে আসতেই যেন বিস্ফোরণ। শিল্পী দম্পতির ভালবাসা যেন প্রেমের নয়া পাঠ পড়ালো ১৮ হাজার নেটাগরিককে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২১ জুলাই ২০২১ ১৮:০৯
নীলাঞ্জন ঘোষ ও ইমন চট্টোপাধ্যায়

নীলাঞ্জন ঘোষ ও ইমন চট্টোপাধ্যায়

নীল আকাশের নীচে ইমন চক্রবর্তী, নীলাঞ্জন ঘোষ। দূরে তাঁদের ঘিরে পেঁজা তুলোর মতো সাদা মেঘ। পাহাড়ের এক কোণে দাঁড়িয়ে দু’জনে। এক জনের ঠোঁটে আত্মসমর্পণ করেছে আরেক জনের ঠোঁট! সেই ঘনিষ্ঠ মুহূর্ত ইনস্টাগ্রামে আসতেই যেন বিস্ফোরণ। শিল্পী দম্পতির ভালবাসা যেন প্রেমের নয়া পাঠ পড়ালো ১৮ হাজার নেটাগরিককে।

ইমন-নীলাঞ্জনের এই ছবি সম্ভবত পুরনো। সময়, সুযোগ পেলেই তাঁরা হারিয়ে যান পাহাড়ের কোলে। উদার আকাশকে সাক্ষী রেখে ডুবে যান আদরে-আশ্লেষে। তেমনই কিছু রোমান্স ফিরিয়ে দিয়েছে এই ছবি। ছবি নিয়ে তাই ইমনের বক্তব্য, ‘মুহূর্তরা মেঘের মতো ফিরে ফিরে আসে!'

Advertisement

২০২০-তে বাগদান হয়েছিল তাঁদের। নিজেদের মতো করে ভালবাসতে তার পরেই দুই শিল্পী পৌঁছে গিয়েছিলেন শৈলশহরে। ছবি বলছে, সম্ভবত সেখানকারই তোলা মুহূর্ত ফের প্রকাশ্যে। যা দেখে অনুরাগীদের দাবি, ‘নীলামন’ একে অন্যের জন্যেই তৈরি। কারওর কৌতূহল, এই ছবিটা এত বেশি সুন্দর কেন? তবে মুহূর্তটি যে সব দিক থেকে ‘সেরা’, সে বিষয়ে দ্বিমত নেই কারও।

Advertisement
আরও পড়ুন