Iman Chakraborty

বাগ্‌দেবীর আরাধনার দিনই বিবাহবার্ষিকী! পুজোর কাজ সেরে নীলাঞ্জনের সঙ্গে একান্তে ইমন

সরস্বতী পুজোর নানা মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেছেন ইমন। শনিবার রাত থেকে শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি। পুজোর ঘর নিজে হাতেই সাজিয়েছেন ইমন ও নীলাঞ্জন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৮
Iman Chakraborty shares glimpses from her Saraswati Puja and marriage anniversary

সরস্বতী পুজোর দিনই ইমনের বিবাহবার্ষিকী। ছবি: সংগৃহীত।

সরস্বতী বন্দনার সঙ্গেই বিবাহবার্ষিকীর সমাপতন। সকাল থেকেই গায়িকা ইমন চক্রবর্তীর বাড়িতে তোড়জোড়। প্রতি বারের মতো এই বারও ঘটা করেই হল সরস্বতী পুজো। আর গায়িকার বাড়িতে দেবীবন্দনার সঙ্গে যে গানবাজনার আয়োজনও থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। আর এই সবের মধ্যেই স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে বিবাহবার্ষিকীও পালন করলেন তিনি।

Advertisement

সরস্বতী পুজোর নানা মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরেন ইমন। শনিবার রাত থেকে শুরু হয়েছিল পুজোর প্রস্তুতি। পুজোর ঘর নিজে হাতেই সাজিয়েছেন ইমন ও নীলাঞ্জন। সঙ্গে ছিলেন তাঁদের বন্ধুবান্ধব। সেই বন্ধুরাই সময় মতো দম্পতিকে মনে করিয়ে দিয়েছেন বিবাহবার্ষিকীর কথা। রাত বারোটার সময়ে কেক নিয়ে হাজির হয়েছিলেন তাঁরা। একসঙ্গে কেক কাটেন ইমন ও নীলাঞ্জন।

সকাল হতেই পুজোয় বসেন গায়িকা। উপস্থিত ছিলেন ইমনের গানের স্কুলের ছাত্রছাত্রীরাও। পুজোর পরে বসে গানবাজনার আসর। এ দিন ছাত্রছাত্রীরা সকলেই পরে এসেছিলেন হলুদ পোশাক। ইমন নিজেও পরেছিলেন হলুদ শাড়ি ও লাল ব্লাউজ়। তার সঙ্গে পরিপাটি করে বাঁধা চুল ও কপালে লাল টিপ। এই বেশেই হারমোনিয়াম নিয়ে বসেন গায়িকা। কখনও তাঁর কণ্ঠে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান ‘মধুর ধ্বনি বাজে’। কখনও আবার, ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’।

সব মিটলে নীলাঞ্জনের সঙ্গে একগুচ্ছ সোহাগী ছবি ভাগ করে নেন ইমন। নীলাঞ্জনের পরনেও হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। ছবির সঙ্গে ইমন লেখেন, "সরস্বতী পুজো আর বিবাহবার্ষিকী এক দিনে পড়লে যা হয় আর কি!" ২০২১ সালের ২ ফেব্রুয়ারি হইহই করে সামাজিক বিয়ে সেরেছিলেন ইমন ও নীলাঞ্জন। তবে সইসাবুদ করে আইনি বিয়ে যদিও আগেই সারেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন