Pahalgam terror Attack

পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তানি অভিনেত্রীকে ভারতের উপহার! কী পাঠানো হল হানিয়াকে?

পহেলগাঁও কাণ্ডের নিন্দায় সমাজমাধ্যমে সরব হয়েছিলেন হানিয়াও। তিনি লিখেছিলেন, “যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমান ভাবেই দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাঁদের জন্য আমার মন ভারাক্রান্ত।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৩০
Indian fans send water bottles to Pakistani actress Hamia Aamir

হানিয়া আমিরকে ভারত থেকে উপহার পাঠানো হল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ করেছে ভারত সরকার। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু জলবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সাময়িক ভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে নানা মহলে। এই নিয়েও চলছে জোর তরজা। এর মধ্যেই পাক অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারত থেকে গেল বেশ কয়েকটি জলের বোতল।

Advertisement

ভারতেও এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য অনুরাগী। তাই হানিয়ার জন্য খানিক চিন্তিত হয়েই তাঁরা এক বাক্স জলের বোতল পাঠালেন তাঁকে। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে। দেখা যাচ্ছে সেই জলভরা বোতলের বাক্সের উপর লেখা, হানিয়া আমিরের নাম লেখা। ভারতের অনুরাগীরা তাঁকে এই উপহার পাঠাচ্ছেন, তা-ও উল্লেখ করা।

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের অনুরাগীরা হানিয়াকে জলের বোতল পাঠিয়েছেন বলে অনুমান। যদিও এই রসিকতার জন্য নেটাগরিকের একাংশের তরফ থেকে কটাক্ষও ধেয়ে এসেছে । তাঁদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।

পহেলগাঁও কাণ্ডের নিন্দায় সমাজমাধ্যমে সরব হয়েছিলেন হানিয়াও। তিনি লিখেছিলেন, “যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমান ভাবেই দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাঁদের জন্য আমার মন ভারাক্রান্ত।”

ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, “যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তাঁর একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।”

উল্লেখ্য, ‘মেরে হমসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া।

Advertisement
আরও পড়ুন