Abhishek-Debaloy

২৯টি হিন্দি ছবির পর টলিউডে পা রাখছেন অভিষেক! ‘অ্যানিম্যাল’-এর রক্ত-ক্ষত বাংলা ছবিতেও?

‘অ্যানিম্যাল’-এর মতোই দুর্ধর্ষ অ্যাকশন ছবি তৈরি হতে চলেছে বাংলায়। সেখানেই দেখা যাবে অভিষেককে, মুখ্য চরিত্রে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১৫:২০
দেবালয়ের আগামী ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়?

দেবালয়ের আগামী ছবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়? ছবি: ফেসবুক।

এখনও পর্যন্ত তাঁর শেষ বাংলা ছবি ‘বাদামী হায়নার কবলে’। খবর, দেবালয় ভট্টাচার্য নতুন বাংলা ছবি নিয়ে ফিরতে চলেছেন। তাঁর আগের ছবি ‘পাল্প’ ঘরানার। এ বার ‘স্ল্যাশার’ ছবির বৈশিষ্ট্য দেখা যাবে তাঁর ছবিতে। এই বিশেষ ঘরানায় ছবির শেষে এক বা একাধিক ব্যক্তি একের পর এক খুন করতে থাকে। এই ছবির সাম্প্রতিকতম উদাহরণ ‘অ্যানিম্যাল’। দেবালয়ের ছবির কাহিনিও নাকি এই ধারার। এই ছবি দিয়ে ২৯টি হিন্দি ছবির পর বাংলা ছবিতে পা রাখতে চলেছেন ‘হাতোড়া ত্যাগী’ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় এসভিএফ।

Advertisement

খবর ছড়াতেই নড়ে বসেছে বাংলা বিনোদন দুনিয়া। সত্যিই কি এ রকম ছবি বানাচ্ছেন দেবালয়?

প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল পরিচালকের সঙ্গে। তিনি ফোনে অধরা। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, চলতি মাসের শেষে অথবা জুলাইয়ের গোড়া থেকে শুটিং শুরু হবে। পুরো শুটিংটাই হবে কলকাতায়। নায়ক-প্রধান ছবিতে অভিষেকই মুখ্য। তাঁকে ঘিরে থাকবেন টলিউডের তাবড় তারকা অভিনেতা।

নতুন ছবির সুবাদে দেবালয়-অভিষেকের জুটি বাঁধার খবর নাকি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে মুম্বইয়ে। ছবির গল্প শুনে পছন্দ হয়েছে বলিউডের একাধিক খ্যাতনামীরও। সেই সুবাদে ছবিটি বাংলার পাশাপাশি জাতীয় স্তরের আরও চারটি ভাষায় ‘ডাব’ হতে পারে। এই পথে এগোলে ছবিটি মুক্তি পাবে সর্বভারতীয় স্তরে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষে কলকাতায় পা রাখবেন অভিনেতা। চরিত্রের খাতিরে অভিষেকের ‘প্রস্থেটিক’ রূপটান হবে। দায়িত্বে সোমনাথ কুণ্ডু। সেই লুক সেট করতেই সম্ভবত শুটিং শুরুর একটু আগে শহরে আসবেন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন