অরিজিৎকে নিয়ে কী বললেন বোন অমৃতা? ছবি: সংগৃহীত।
বিন্দুবিসর্গও জানেন না তিনি। তিনি গান রেকর্ডিংয়ে ব্যস্ত। আনন্দবাজার ডট কম-এর থেকে খবর শুনলেন প্রথম। এমনই দাবি অরিজিৎ সিংহের বোন অমৃতা সিংহের। তার পরেই শান্ত গলায় বললেন, “দাদার সিদ্ধান্ত। আমি এই নিয়ে কী বলতে পারি?”
কিন্তু অমৃতার দাদা যে, যে-সে দাদা নন! গোটা দেশ তাঁর গান কান পেতে শোনেন। তিনি ছবিতে গান গাওয়া ছেড়ে দেবেন! সমাজমাধ্যমে অরিজিতের তরফ থেকে খবর ছড়াতেই মনখারাপ শিল্পীর অনুরাগীদের।
অরিজিতের বোনের এ বিষয়ে বক্তব্য, “দেখুন, আমি গান রেকর্ডিং করছিলাম। কিছুই জানি না। খবর কতটা সত্যি বা আদৌ সত্যি কি না, যাচাই করা দরকার। সেটাও করিনি। তা ছাড়া, দাদার কোনও বিষয়ে কি আমার বলা সাজে?” তিনি এ-ও জানান, কোনও দিনই অরিজিতের কোনও পদক্ষেপ নিয়ে কখনও মন্তব্য করেননি। এ দিনও করবেন না। পুরোটাই তাঁর দাদার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি তার মর্যাদা রাখবেন।
যাঁর গান আট থেকে আশির অতি প্রিয়, সেই শিল্পী এত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত নিলেন! কেন? অমৃতাও একজন শিল্পী। একজন শিল্পী হিসাবে তিনি অরিজিতের এই পদক্ষেপ মেনে নিতে পারছেন? এ বার শান্ত জবাব অমৃতার। বললেন, “একদিন না একদিন তো সবই ছাড়তে হবে।”