শেষ পর্যন্ত জিতবেন তো অভিনেতা? প্রতীকী ছবি।
বলিউডের মতো টলিউডে অজস্র নিত্যনতুন সম্পর্ক। কখনও সেই সম্পর্ক পরিণতি পায়। কখনও হারিয়ে যায়। একই ভাবে বিচ্ছেদের গুঞ্জনও কান পাতলে শোনা যায়। যেমন, ইদানীং ছোট পর্দার এই অভিনেতার বিয়ে ভাঙার গুঞ্জন টলিপাড়ায় ভাসছে। এই ফিসফাস গত বছর থেকেই শুরু। অভিনেতা সদা মিষ্টভাষী। প্রশ্ন উঠতেই সকলকে একটাই সান্ত্বনাবাক্য শুনিয়েছেন, “আমার স্ত্রীর বাবার বাড়ির অমুকের তমুক অসুস্থ। তাই তো ও দৌড়ে গিয়েছে সেখানে। আর বাবার বাড়িতে গিয়েছে যখন, তখন দিনকয়েক থাকবে না!”
তা বেশ। স্ত্রী ‘দিন কয়েক’ বাবার বাড়িতে থাকতেই পারেন। কিন্তু তিনি যে তাঁদের ছেলেকেও সঙ্গে নিয়ে যাননি! সে প্রশ্নেরও হাসতে হাসতে জবাব দিয়েছিলেন অভিনেতা, “ওমা! ছেলে বড় হয়ে গিয়েছে। কেন সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরবে?” কিন্তু বছর ঘুরে গেল, অভিনেতা-পত্নীর ফেরার আর নামই নেই! ছেলেও যে বাবার কাছে। মায়ের কাছে যায় না? সে প্রশ্নের কোনও জবাব নেই। এ দিকে, ছোট পর্দায় খলনায়কের ভূমিকায় জনপ্রিয় ওই অভিনেতা ছেলে, নিজের মা-বাবাকে নিয়ে কখনও শৈলশহর, কখনও অন্যত্র বেড়াতে বেড়িয়ে পড়ছেন। সেখানেও স্ত্রী অনুপস্থিত!
আসল ব্যাপার কী? জানার চেষ্টা করতেই কিস্সা ফাঁস। অভিনেতা সুযোগ পেলেই নাকি অন্যত্র মন দেওয়া-নেওয়া করেন— তাঁর সম্বন্ধে অনেক কাল ধরেই এ কথা শোনা যায়। এ বার নাকি অভিনেতার স্ত্রীও সেই পথে হাঁটছেন! টেলিপাড়ার অনেকেই না কি নতুন যুগলকে দেখেওছেন! এ ভাবেই নাকি তিনি স্বামীর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন।
অভিনেতার পথে হেঁটেই কি তাঁকে শায়েস্তা করার পরিকল্পনায় তাঁর স্ত্রী?