Fedaration's New Update

তৈরি হবে অফিস, টেকনিশিয়ানরা পাবেন পেনশন! এই আশ্বাসে সদস্যদের উপার্জনে ফেডারেশনের থাবা?

শোনা যাচ্ছে, সমস্ত গিল্ডের সদস্যদের উপার্জনের নির্দিষ্ট অংশ নাকি প্রতি মাসে দিতে হবে ফেডারেশনকে। বদলে তাঁরা পাবেন পেনশন!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ১৮:৩২
ফেডারেশনের নতুন নীতি?

ফেডারেশনের নতুন নীতি? গ্রাফিক: সনৎ সিংহ।

ফের নয়া গুঞ্জন টলিপাড়ায়। আবার কেন্দ্রবিন্দুতে ফেডারেশন। শোনা যাচ্ছে, ফেডারেশনের পক্ষ থেকে বার্ষিক সাধারণ সভায় নতুন একটি প্রস্তাব রাখা হয়েছে। মৌখিক প্রস্তাব অনুযায়ী, সমস্ত গিল্ডের সদস্যদের প্রতি মাসে তাঁদের আয়ের ৭.৫ শতাংশ টাকা ফেডারেশনের তহবিলে দিতে হবে। এই অর্থ দিয়ে নাকি তৈরি হবে সংগঠনের অফিস! পাশাপাশি সদস্যদের আশ্বাস দেওয়া হয়েছে, এই অর্থ থেকেই তাঁদের পেনশন দেওয়া হবে। যাঁদের সন্তান মেধাবী তাঁদের দেওয়া হবে স্কলারশিপ!

Advertisement

সত্যিই কি এ রকম কোনও পদক্ষেপ করতে চলেছে ফেডারেশন? সদস্যরাও কি সংগঠনের এই প্রস্তাবে রাজি? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগের চেষ্টা করেছিল সংগঠনের সভাপতি স্বরূপ বিশ্বাস এবং হেয়ার, মেকআপ-সহ বিভিন্ন গিল্ডের সম্পাদকদের।

স্বরূপ যথারীতি ফোনে অধরা। তাঁর সহকারী বাবাই জানিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে এ রকম কোনও প্রস্তাব তোলা হয়েছে কি না তাঁর জানা নেই। অন্যান্য গিল্ডের সম্পাদকেরাও নীরব। এ দিকে কানাঘুষোয় এ-ও শোনা গিয়েছে, বৈঠকে প্রথমে নাকি উপার্জনের ১০ শতাংশ তহবিলে দেওয়ার কথা বলা হয়েছিল। সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব নাকচ হয়। এর পর সেটি কমিয়ে ধার্য হয় উপার্জনের ৭.৫ শতাংশ।

এই প্রস্তাব কার্যকর হলে সদস্যরা নির্দিষ্ট অর্থ দিতে রাজি হবে? নামপ্রকাশে অনিচ্ছুক এক টেকনিশিয়ান জানিয়েছেন, সকলে রাজি হলে তাঁকেও দিতে হবে। তবে তিনি খুব একটা আগ্রহী নন।

Advertisement
আরও পড়ুন