salman khan

Salman-Samantha: সলমনের বিপরীতে এ বার সামান্থা? নতুন জুটির খবরে পারদ চড়ছে বি-টাউনে

শোনা যাচ্ছে, ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলে নাকি থাকবেন দশ জন নায়িকা! গুঞ্জন, দশ নম্বর নায়িকা সামান্থা রুথ প্রভু! থাকবেন সলমনের বিপরীতে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ জুন ২০২২ ১৩:০২
 ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলে এ বার সলমন খানের বিপরীতে নাকি দেখা যাবে  সামান্থা রুথ প্রভুকে।

‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলে এ বার সলমন খানের বিপরীতে নাকি দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে।

‘ভাইজান’-এর ছবি। বলিউডে গুঞ্জন হবে না, তা-ও কি হয়? ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েল নিয়ে তাই যথারীতি সরগরম বলিউড। আগেই শোনা যাচ্ছিল, ছবিতে নাকি থাকছেন দশ নায়িকা। এ বার দশ নম্বর নায়িকা হিসেবে শোনা গেল সামান্থা রুথ প্রভুর নাম। সলমন খানের বিপরীতে নাকি দেখা যাবে এই দক্ষিণী নায়িকাকেই।

জনপ্রিয় ছবি ‘নো এন্ট্রি’-র সিক্যুয়েলের ঘোষণা হয়েছিল বহু আগেই। ছবিতে তিন নায়ক সলমন, ফারদিন খান ও অনিল কপূরকে দেখা যাবে ‘ট্রিপল’ রোলে। তাদের বিপরীতে ন’জন নায়িকা কে হবেন, সেই জল্পনা চলছিলই। মুম্বই সংবাদমাধ্যমের খবর, রশ্মিকা মন্দানা, পূজা হেগড়ে, তমান্না ভাটিয়ার কাজ করার কথাও নাকি পাকা। তালিকায় নতুন সংযোজন হিসেবে সামান্থা প্রভুর নাম ছড়াতেই বলিউডের পারদ চড়ছে।

Advertisement

অল্লু অর্জুনের ‘পুষ্পা দ্য রাইজ’ ছবিতে আইটেম গানে ঝড় তুলেছিলেন সামান্থা। তার ‘ও অন্তাভা’র তালে নেচেছে আট থেকে আশি। এ সবের মাঝে নাগা চৈতন্যর সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরেও শোরগোল হয়েছিল যথেষ্ট।

২০০৫-এ মুক্তি পেয়েছিল ‘নো এন্ট্রি’। ছবিতে ছিলেন বিপাশা বসু, সেলিনা জেটলি, লারা দত্ত ও এষা দেওল। সিক্যুয়েলে তাঁদের দেখা যাবে কি না, তা জানা যায়নি এখনও। মুম্বই সংবাদসংস্থাকে ছবির পরিচালক অনীশ বাজমি বলেন, ‘‘ছবির চিত্রনাট্যের কাজ শেষ। সলমনেরও পছন্দ হয়েছে কাহিনি। দর্শকদের এক দারুণ মজার ছবি উপহার দিতে চলেছি। আমি জানি তাঁরাও এর অপেক্ষায় আছেন।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement
আরও পড়ুন