Ismail Darbar on Aishwarya-Salman's Relationship

‘ওরা খুব ঝগড়া করত, আমার কষ্ট হত’, সলমন-ঐশ্বর্যার বচসা সামনে থেকে দেখেছিলেন কে?

দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিলেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন, দু’জন মানুষ কী ভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২৫ ২০:৪৭
Ismail Darbar revealed he saw Aishwarya Rau and Salman Khan fighting

সলমন ও ঐশ্বর্যার বচসা চাক্ষুষ করেন কে? —ফাইল চিত্র।

সলমন খান ও ঐশ্বর্যা রাইয়ের সম্পর্ক নিয়ে বলিউডে আজও চর্চা হয়। দুই তারকার মধ্যে সম্পর্ক গড়ে উঠতে এবং সেই সম্পর্কে চিড় ধরতে দেখেছিলেন সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার। চোখের সামনে দেখেছিলেন, দু’জন মানুষ কী ভাবে পরস্পরের থেকে দূরে সরে গেলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান ইসমাইল।

Advertisement

‘হম দিল দে চুকে সনম’ ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন ইসমাইল দরবার। সেই সময়ে সলমন ও ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায় প্রথম। পাশাপাশি, ওই ছবির সেট থেকেই নাকি ঝগড়াঝাঁটিও শুরু হয়েছিল তাঁদের। ইসমাইল বলেছেন, “ওঁদের ঝগড়ার খবর সব সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আমাদের খুব খারাপ লাগত। ওঁরা পরস্পরের খুব ঘনিষ্ঠ ছিল। এই ভাবে ওঁদের ঝগড়া করা ঠিক হয়নি। কিন্তু এগুলো এখন সবই অতীত। এখন সলমন খুবই বিচক্ষণ হয়ে গিয়েছেন। তাই এই নিয়ে আর কোনও কথা বলেননি।”

অন্য এক সাক্ষাৎকারে পরিচালক প্রহ্লাদ কক্কড় জানিয়েছিলেন, তিনিও সলমন ও ঐশ্বর্যার ঝগড়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। কারণ, তিনি ঐশ্বর্যার বহুতলেই থাকতেন। প্রহ্লাদ বলেছিলেন, “ঐশ্বর্যা খুব কষ্ট পেয়েছিলেন। গোটা ইন্ডাস্ট্রি ওঁর জন্য ঐশ্বর্যাকে একঘরে করে দিয়েছিল। মনে গভীর আঘাত লাগে ওঁর। ইন্ডাস্ট্রির উপর থেকে আস্থা হারাতে শুরু করেছিলেন উনি। নিজেকে প্রতারিত মনে করতেন উনি।”

উল্লেখ্য, ‘হম দিল দে চুকে সনম’-এর পরে আর কখনও পরস্পরকে নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সলমন বা ঐশ্বর্যা কেউই। গত বছর কেবল অম্বানী-পুত্রের বিয়ের আসরে দু’জনই উপস্থিত ছিলেন ঠিকই। কিন্তু পরস্পরের সঙ্গে কোনও কথা বলেননি তাঁরা।

Advertisement
আরও পড়ুন