বড়পর্দায় অভিনয়ের জন্য কী প্রস্তুতি নিচ্ছেন অঙ্কিতা? ছবি: সংগৃহীত।
দু’দিন হল শেষ হয়েছে ‘জগদ্ধাত্রী’র শুটিং। টানা সাড়ে তিন বছর জগদ্ধাত্রী আর স্বয়ম্ভুর কাহিনি দেখেছে দর্শক। শুক্রবার থেকে আর ‘কলটাইম’-এর তাড়া নেই নায়িকা অঙ্কিতা মল্লিকের। মনখারাপ কি হচ্ছে? অভিনেত্রী জানিয়েছেন, শুক্রবার খুব খারাপ লাগছিল। আগামী দিনের কী কী পরিকল্পনা রয়েছে তাঁর?
প্রায় সবাই জানে, মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে অভিনয় করার কথা তাঁর। ছোটপর্দার কাজ শেষ হতেই বড়পর্দার কাজের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন নায়িকা? সে কথা স্পষ্ট না করলেও এখনও জগদ্ধাত্রীর রেশ যে পুরোপুরি কাটেনি, সেই আভাস পাওয়া গেল অঙ্কিতার কথায়।
নায়িকা বললেন, “সাড়ে তিন বছরে অনেক পরিবর্তন হয়েছে আমার মধ্যে। জগদ্ধাত্রীর সব ভাল গুণ নিজের মধ্যে বপন করতে চাই। মানুষ হিসাবে এই চরিত্রটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। সেগুলোই আগামী দিনে কাজে লাগাতে চাই।” ধারাবাহিক শেষ হওয়ার পরে এ বার কি ঘুরতে যাওয়ার কোনও পরিকল্পনা রয়েছে? অঙ্কিতা জানিয়েছেন, ইচ্ছা আছে কোথাও একটা যাওয়ার কিন্তু এখনও কিছু চূড়ান্ত করেননি।
নতুন কাজ প্রসঙ্গে অঙ্কিতার উত্তর, “বড়পর্দায় প্রথম কাজ নিয়ে একটু টেনশন আছে,তবে তার চেয়েও বেশি আমি উত্তেজিত। আশা করছি খুব ভাল কাজ হবে।” শুক্রবার মনখারাপ হলেও শনিবার আবার নিজের কাজে মন দিয়েছেন অভিনেত্রী।