Kartik Aaryan

করিনার সঙ্গে কার্তিকের সম্পর্কের গুঞ্জন! বিতর্কে এ বার নাম জড়াল জাহ্নবী ও অনন্যারও

করিনা কুবিলিয়ুটের বয়স এখন ১৮। কার্তিক ৩৫। বয়সের ব্যবধানের জন্য অভিনেতাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। ট্রোল করা হচ্ছে তাঁকে অনবরত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৫:০০
কার্তিক ও করিনার গুঞ্জনে এ বার নাম জড়াল অনন্যা ও জাহ্নবীর।

কার্তিক ও করিনার গুঞ্জনে এ বার নাম জড়াল অনন্যা ও জাহ্নবীর। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমে তাঁকে নিয়ে মশকরা চলছে। এমনকি, বলিউডের সতীর্থরাও তাঁকে ছা়ড়ছেন না। কথা হচ্ছে কার্তিক আরিয়ানের। সম্প্রতি তাঁর নাম জড়িয়েছে অষ্টাদশী পড়ুয়া করিনা কুবিলিয়ুটের সঙ্গে। যদিও করিনা স্পষ্ট জানিয়েছেন, তিনি কার্তিককে চেনেনও না। কার্তিক এখনও নীরব। কিন্তু তাতে জল্পনা থামেনি। অনবরত তাঁকে নিয়ে নানা ব্যঙ্গ-রসিকতা চলছে সমাজমাধ্যমে। এ বার বলিউডের ‘নেপোকিড’রা সেই রসিকতায় শামিল হলেন।

Advertisement

করিনা কুবিলিয়ুটের বয়স এখন ১৮। কার্তিক ৩৫। বয়সের ব্যবধানের জন্য অভিনেতাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। ট্রোল করা হচ্ছে তাঁকে অনবরত। এমনই একটি ব্যঙ্গাত্মক ভি়ডিয়ো এ বার ‘লাইক’ করলেন জাহ্নবী কপূরের প্রেমিক শিখর পাহাড়িয়া। অনন্যা পাণ্ডের বোন রাইসা পাণ্ডেও একটি মিম-ভিডিয়ো লাইক করেছেন। প্রশ্ন উঠছে, এঁরাও এই ট্রোলিং-কে সমর্থন করছেন নাকি!

একসময় অনন্যার সঙ্গে সম্পর্কে ছিলেন কার্তিক। বলিউডে এমন গুঞ্জন ছিল। তাই তাঁর বোনের সেই ব্যঙ্গাত্মক ভিডিয়ো লাইক করা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নেটাগরিক। রাইসার লাইক করা ভিডিয়োয় কার্তিককে বৃদ্ধ রূপে দেখা যাচ্ছে। ভিডিয়োর দাবি, ভবিষ্যতে অল্পবয়সি নায়কের চরিত্রে অভিনয় করার জন্য এখন থেকেই জেন-জ়িদের নিয়ে তিনি গবেষণা করছেন।

কার্তিকের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবী কপূরেরও। তাই জাহ্নবীর প্রেমিক শিখরের এই ভিডিয়ো লাইক করার বিষয়টি চোখে পড়েছে নেটাগরিকের। নেটাগরিকের একাংশের বক্তব্য, “সত্যিই কার্তিকের জীবন বেশ রঙিন। তাই ট্রোল্‌ড হওয়া কোনও অস্বাভাবিক বিষয় নয়।” তবে কার্তিকের অনুরাগীদের মতে, “কার্তিক বহিরাগত বলেই এই পরিমাণ ট্রোল্‌ড হচ্ছেন। যাঁরা ট্রোল করছেন, তাঁদের নিয়ে যেন কোনও গুঞ্জন নেই।”

Advertisement
আরও পড়ুন