Javed Akhtar

‘আমি পর্দাপ্রথার বিরোধী’, মঞ্চে মহিলার সঙ্গে নীতীশের আচরণের পক্ষে, না কি বিপক্ষে জাভেদ?

যাঁরা বোরখা পরেন তাঁদের আসলে মগজধোলাই করা হয় বলেই মত জাভেদ আখতারের। এ বার এক মহিলার সঙ্গে বিহারের মুখ্যমন্ত্রীর বিতর্কিত আচরণ নিয়ে কী বললেন গীতিকার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৮
জাভেদ আখতার হিজাব-বিতর্কে কী বললেন?

জাভেদ আখতার হিজাব-বিতর্কে কী বললেন? ছবি: সংগৃহীত।

সম্প্রতি সমাজমাধ্যমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, এক অনুষ্ঠানমঞ্চে হিজাব পরিহিতা এক মহিলা চিকিৎসককে নিয়োগপত্র দিচ্ছেন মুখ্যমন্ত্রী। সেটি নিতে মঞ্চের সামনে যেতেই মুখ্যমন্ত্রী তাঁর দিকে তাকিয়ে প্রশ্ন করেন, “এটা কী?” এর পরে তিনি ওই চিকিৎসকের হিজাব আচমকা টেনে একটু নামিয়ে দেন। এর পরেই তাঁর এই আচরণ নিয়ে নিন্দার ঝড়। এ বার গীতিকার জাভেদ আখতার মুখ খুললেন। জানালেন মুসলিম মহিলাদের হিজাব পরাকে তিনি কোন চোখে দেখেন। পাশাপাশি, নীতীশ সম্পর্কে নিজের অবস্থানও স্পষ্ট করলেন।

Advertisement

জাভেদ আখতার বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে নিজের স্পষ্ট মতামত দেন। সেই কারণে তাঁকে বহু বার সমালোচিত হতে হয়েছে। তবে তাতে খুব একটা তোয়াক্কা করেন না জাভেদ। গীতিকার তথা চিত্রনাট্যকর বলেন, ‘‘আমি বুঝে পাই না, মেয়েদের মুখ ঢাকার কী হয়েছে। যে সব নারী মুখ ঢেকে বেরোন, বুঝতে হবে তাঁদের মগজধোলাই হয়েছে। যে কোনও মহিলাকে ছেড়ে দিয়ে দেখুন না। কখনওই তিনি নিজের চেহারা ঢাকতে চাইবেন না। পরিবেশ তাঁদের এটা করতে বাধ্য করে। যাঁরা নিজের মুখ ঢেকে বেরোন, তাঁদের কাছে এটা খুবই লজ্জাজনক ব্যাপার।’’

যদিও নীতীশের ওই আচরণের একেবারে বিপক্ষে জাভেদ। তিনি বলেন, ‘‘উনি ওই মুসলিম মহিলার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। যে সব মানুষ আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন তাঁরা জানেন, আমি পর্দাপ্রথার কতটা বিরোধী। তার মানে এই নয়, নীতীশ যা করছেন তা সমর্থনযোগ্য।’’

নীতীশের এ হেন কীর্তিতে আগেই সরব হয়েছেন অভিনেত্রী জ়ায়রা ওয়াসিম। বিহারের মুখ্যমন্ত্রীর এই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনায় মুখর হয়েছে আরজেডি ও কংগ্রেসের মতো দলগুলি। যদিও নীতীশের দল জেডিইউ তাঁর এমন কার্যকলাপের পক্ষেই সাফাই দিয়েছে।

Advertisement
আরও পড়ুন