Controversy in Kabaddi

ভারতের জার্সি পরে নেমে পড়লেন পাকিস্তানের খেলোয়াড়! ওড়ালেন এ দেশের জাতীয় পতাকা, পরে বললেন, ‘না জেনেই ভুল করেছি’

বাহরিনে একটি বেসরকারি কবাড্ডি প্রতিযোগিতায় এই ঘটনা ঘটেছে। সেখানেই ভারতীয় দলের হয়ে খেলতে নামেন পাকিস্তানের উবাইদুল্লা রাজপুত। তা নিয়েই বিতর্ক হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:২৩
sports

উবাইদুল্লা রাজপুত। ছবি: এক্স।

মাঠে হাত পর্যন্ত মেলাচ্ছেন না দু’দেশের ক্রিকেটারেরা। ফুটবল, হকি, প্রায় সব খেলাতেই এই দৃশ্য। সেখানে এক দেশের খেলোয়াড় হয়ে অন্য দেশের জার্সি পরে নামা! এমন ঘটনাই ঘটেছে কবাড্ডিতে। ভারতের জার্সি পরে খেলতে নামেন পাকিস্তানের কবাড্ডি খেলোয়াড় উবাইদুল্লা রাজপুত। ভারতের জাতীয় পতাকাও ওড়ান তিনি। ফলে কড়া শাস্তির মুখে পড়েছেন তিনি।

Advertisement

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বাহরিনের একটি বেসরকারি কবাড্ডি প্রতিযোগিতায়। তার নাম ‘জিসিসি কাপ’। সেখানে বিভিন্ন দেশের নামে দল তৈরি হয়। সেই প্রতিযোগিতাতেই ভারতের হয়ে নামেন উবাইদুল্লা। তার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান কবাড্ডি সংস্থা। বলা হয়েছে, ২৭ ডিসেম্বর একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনা হবে, উবাইদুল্লাকে কী শাস্তি দেওয়া হবে।

পাকিস্তান কবাড্ডি সংস্থার সেক্রেটারি রানা সারওয়ার জানিয়েছেন, প্রতিযোগিতায় কোনও দেশের জাতীয় দল না থাকলেও দেশের নামে দল তৈরি করা হয়েছিল। তাই উবাইদুল্লা ভারতের হয়ে খেলতে নেমে অপরাধ করেছেন। সারওয়ার বলেন, “বেসরকারি প্রতিযোগিতা ছিল। সেখানে ভারত, পাকিস্তান, কানাডা, ইরান-সহ বেশ কয়েকটা দেশের নামে দল ছিল। কিন্তু প্রতিটা দেশের খেলোয়াড়দের উচিত নিজের দেশের হয়ে খেলা। ভারতীয় খেলোয়াড়েরা ভারতের দলে খেলছিল। তেমনটাই পাকিস্তানের খেলোয়াড়েরা নিজেদের দেশের হয়ে খেলছিল। উবাইদুল্লা সেটা করেনি।”

সারওয়ার আরও জানিয়েছেন, অন্তত ১৬ জন কবাড্ডি খেলোয়াড় সেই প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে অনুমতি নেননি। লুকিয়ে সেই প্রতিযোগিতায় খেলেছেন তাঁরা। তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে বলে জানিয়েছেন সারওয়ার।

বিতর্কের মাঝে ক্ষমা চেয়েছেন উবাইদুল্লা। তিনি বলেছেন, “আমি না জেনেই ভুল করেছি। প্রথমে বুঝতে পারিনি যে ওটা ভারতীয় দল। যখন বুঝতে পেরেছি, তখন আয়োজকদের বলেছি।” তিনি জানিয়েছেন, আগেও এই ধরনের প্রতিযোগিতায় তিনি খেলেছেন। সেখানে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়েরা একই দলের হয়ে খেলেছেন। কিন্তু দলগুলির নাম ভারত, পাকিস্তান ছিল না। ফলে বিতর্ক হয়নি। এ বার দলের নাম দেশের নামে হওয়ায় সমস্যায় পড়েছেন তিনি।

ভারত-পাকিস্তানের মধ্যে এখন যে সম্পর্ক তাতে কোনও ভাবেই ভারতের হয়ে খেলার তাঁর ইচ্ছা ছিল না বলে জানিয়েছেন উবাইদুল্লা। পাক কবাড্ডি খেলোয়াড় বলেন, “আমার ভারতের হয়ে খেলার কোনও ইচ্ছাই ছিল না। ভুল বোঝাবুঝি হয়েছে। আমি না জেনেই ভুল করেছি।” যতই বলুন না কেন, উবাইদুল্লার সাফাই শুনছে না পাকিস্তান। খেলোয়াড়কে কড়া শাস্তি দেওয়ার জন্য তৈরি হচ্ছে তারা।

Advertisement
আরও পড়ুন