Sana Khan

‘ওই দৃশ্য দেখে সব মহিলারই রাগে ফেটে পড়া উচিত’, নীতীশ কুমারের আচরণে ক্ষোভ সানা খানের

সানা নিজের সমাজমাধ্যমে ঘটনার নিন্দা করে লেখেন, কিছু দিন আগে হিজাব পরিহিত মহিলাদের শংসাপত্র দেওয়ার সময় নীতীশ কুমারের কী হয়েছিল তা তিনি বুঝতে পারছেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:০৫
সানা মুখ খুললেন নীতিশ কুমারের ঘটনায়।

সানা মুখ খুললেন নীতিশ কুমারের ঘটনায়। ছবি: সংগৃহীত।

বিতর্কে জড়িয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। অনুষ্ঠানমঞ্চে এক মহিলার হিজাব টেনে নামিয়ে দেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড় সমাজমাধ্যমে। এই বার এই বিতর্কে মুখ খুললেন সানা খান। অভিনয় করতেন সানা। কিন্তু হঠাৎ একদিন ঘোষণা করেছিলেন, তিনি ধর্মে মন দিতে চান। তার পর ছেড়ে দেন বলিউড। সেই সানা নীতীশের এই আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন।

Advertisement

সানা নিজের সমাজমাধ্যমে ঘটনার নিন্দা করে লেখেন, কিছু দিন আগে হিজাব পরিহিতা মহিলাদের শংসাপত্র দেওয়ার সময় নীতীশ কুমারের কী হয়েছিল তিনি তা বুঝতেই পারছেন না। কী এমন হল, যাতে তাঁকে হিজাব নামিয়ে মুখ দেখতে হল তাঁকে? প্রশ্ন তুলেছেন সানা।

সুর চড়িয়ে সানা বলেন, “মেয়েটির মুখ থেকে যেন ‘মুখোশ’ নামিয়ে দিলেন উনি। অদ্ভুত ভাবে, ওঁর পাশে যারা দাঁড়িয়েছিল তাঁরাও হাসছিলেন। খুবই লজ্জাজনক। ভিডিয়ো দেখে ওঁদেরকে আমার চড় মারতে ইচ্ছে করছিল। আমার খুব রাগ হচ্ছিল। এই ভিডিয়ো দেখে প্রত্যেক মহিলার রাগ হওয়া উচিত।”

দেশে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন সানা খান। প্রাক্তন অভিনেত্রীর এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জ়াইরা ওয়াসিম ও প্রবীণ গীতিকার জাভেদ আখতারও এই ঘটনার নিন্দা করেছেন। জাভেদ নিজে বিভিন্ন আলোচনা সভায় মুখ ঢাকা পোশাকের বিরোধিতা করেছেন। তবে এই প্রসঙ্গে তিনি বলেন, “উনি ওই মুসলিম মহিলার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত। যে সব মানুষ আমাকে ব্যক্তিগত ভাবে চেনেন তাঁরা জানেন, আমি পর্দাপ্রথার কতটা বিরোধী। তার মানে এই নয়, নীতীশ যা করছেন তা সমর্থনযোগ্য।”

Advertisement
আরও পড়ুন