Shilpa Shetty

শিল্পা শেট্টীর বাড়িতে আয়কর দফতরের হানা! নতুন রেস্তরাঁর খোলার আগের দিনই চলল তল্লাশি

বৃহস্পতিবার সন্ধেয় শিল্পার মুম্বইয়ের বা়ড়িতে হানা দেয় আয়কর দফতর। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেই তল্লাশি চালানো হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:৫২
শিল্পার বাড়িতে আয়কর দফতরের হানা!

শিল্পার বাড়িতে আয়কর দফতরের হানা! ছবি: সংগৃহীত।

আইনি জটিলতা থেকে নিস্তার পাচ্ছেন না শিল্পা শেট্টী। এ বার অভিনেত্রীর বাড়িতে আয়কর দফতর হানা দিল। ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে অভিনেত্রী ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে।

Advertisement

বৃহস্পতিবার সন্ধেয় শিল্পার মুম্বইয়ের বাড়িতে হানা দেয় আয়কর দফতর। ৬০ কোটি টাকার প্রতারণার অভিযোগেই তল্লাশি চালানো হয়। বুধবার দাদারে শিল্পার রেস্তরাঁ ‘ব্যাস্টিয়ান’-এও আয়কর দফতর তল্লাসি চালায়। সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা মামলা দায়ের করেছে শিল্পা ও রাজের বিরুদ্ধে। সেই মামলার পরেই শিল্পার রেস্তরাঁ ও বাড়ির তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর।

আইনি জটিলতার মাঝেই শিল্পা ঘোষণা করেছিলেন, মুম্বইতে তিনি আরও একটি রেস্তরাঁর সূচনা করতে চলেছেন। শুক্রবার সকালে এই রেস্তরাঁর পথচলা শুরু। তার ঠিক আগের দিনই তাঁর বাড়িতে চলল আয়কর দফতরের তল্লাশি।

নিজের নতুন রেস্তরাঁ নিয়ে শিল্পা এক পোস্টে লিখেছিলেন, “অপেক্ষা সার্থক হবে। এই রেস্তরাঁ আমি আমার সংস্কৃতির উৎসকে উৎসর্গ করছি। এখানকার খাবার খেলে বাড়ির কথাই মনে পড়বে। ব্যাস্টিয়নের সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোও থাকবে।” একটি ভিডিয়ো ভাগ করে নিয়ে শিল্পা লেখেন, “রেস্তরাঁর দরজা খোলার জন্য প্রস্তুত। রান্নাঘরও তৈরি।” ১৯ ডিসেম্বর সকাল ১১টায় এই রেস্তরাঁর পথচলা শুরু বলে জানান শিল্পা। অনুরাগীদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সম্প্রতি বিপাকে প়ড়ে শিল্পার ব্যাস্টিয়ন-এর বেঙ্গালুরুর শাখাও। নির্ধারিত সময়ের পরেও রেস্তরাঁ খোলা রাখা নিয়ে জটিলতার সূত্রপাত। কর্নাটক রাজ্য সরকারের তরফে পাব-রেস্তরাঁগুলির জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া আছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেগুলি বন্ধ করে দেওয়াই নিয়ম। কিন্তু, সেই নিয়ম আগ্রাহ্য করেন ‘ব্যাস্টিয়ন’ কর্তৃপক্ষ।

Advertisement
আরও পড়ুন