Ananya Panday

দ্রুত প্রেমে পড়া আর প্রেম ভাঙা পছন্দ নয়! কেমন প্রেমিকের অপেক্ষায় ‘প্রাচীনপন্থী’ অনন্যা?

অনন্যা জানিয়েছেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হত, তেমন প্রেমে বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেম ভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ২১:৪০
‘হুকআপ’ সংস্কৃতি নিয়ে কী বললেন অনন্যা?

‘হুকআপ’ সংস্কৃতি নিয়ে কী বললেন অনন্যা? ছবি: সংগৃহীত।

প্রেমে মন ভেঙেছে অনন্যা পাণ্ডের। দীর্ঘ ২ বছরের সম্পর্কের পরে আদিত্যে রয় কপূরের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাঁর। তবে শোনা যায়, বর্তমানে তিনি ওয়াকার ব্লাঙ্কো নামে একজনের সঙ্গে সম্পর্কে রয়েছেন। যদিও সম্পর্কের কথা খোলসা করেননি অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন অভিনেত্রী।

Advertisement

অনন্যা জানিয়েছেন, প্রেমের ক্ষেত্রে তিনি প্রাচীন ভাবনার মানুষ। ৯০-এর দশকে যেমন প্রেম হত, তেমন প্রেমেই বিশ্বাসী তিনি। বর্তমান প্রজন্মের দ্রুত প্রেমে পড়া ও প্রেম ভাঙার সঙ্গে তিনি নিজেকে মেলাতে পারেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন অভিনেত্রী। তাই প্রতিটি সম্পর্কের আবেগ তাঁর কাছে মূল্যবান। অনন্যা সাক্ষাৎকারে বলেছেন, “আমি পরিবার ভালবাসি। আমি চাই, আমার সঙ্গীর পরিবার যেন আমার পরিবার হয়ে ওঠে। একসঙ্গে থাকতে ভাল লাগে আমার। ২০২৫ সালের ‘হুকআপ’ সংস্কৃতিতে আমি বিশ্বাসী নই।”

অনন্যা এর আগেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, মানুষ হিসাবে তিনি খুব আবেগপ্রবণ। কথায় কথায় চোখেও জল আসে তাঁর। তাই এমন প্রেমিক চান, যাঁর কাঁধে মাথা রাখা যায়। সমস্যার কথা বললেই তাঁকে সমাধান খুঁজে দিতে হবে না। বরং সমস্যার কথা মন দিয়ে শুনলেই হবে, শর্ত অনন্যার। অভিনেত্রীর কথায়, “আমার সমস্যা সমাধানের প্রয়োজন নেই। আমি চাই, সঙ্গী আমার কথাগুলো মন দিয়ে শুনুক। অনেকে মনে করেন, সমস্যার কথা বলা মানেই সমাধানসূত্র খুঁজে দিতে হবে। কিন্তু আসলে সমস্যার কথা বলে হালকা হতে চাই মাত্র। একটা শক্ত কাঁধে মাথা রাখতে চাই আমি।”

২৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অনন্যার ছবি ‘তু মেরা ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’। বিপরীতে কার্তিক আরিয়ান। একসময়ে কার্তিকের সঙ্গেও তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল।

Advertisement
আরও পড়ুন