jaya bachchan on marriage

‘আমি চাই না নাতনি নব্যা বিয়ে করুক’, শ্বেতার মেয়েকে নিয়ে দিদিমা জয়া বচ্চনের কেন এমন ইচ্ছা?

সম্প্রতি আইআইএম থেকে ‘এমবিএ’ করেছেন নব্যা। এই মুহূর্তে বাবার পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন তিনি। দিদিমার ইচ্ছা, নব্যা যেন কখনও বিয়ে না করেন। কিন্তু কেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১১:৪২
(বাঁ দিকে) জয়া বচ্চন, (ডান দিকে) নব্যা নবেলী নন্দা।

(বাঁ দিকে) জয়া বচ্চন, (ডান দিকে) নব্যা নবেলী নন্দা। ছবি: সংগৃহীত।

তাঁর মনে যা, মুখেও তা-ই। মুম্বইয়ের ছবিশিকারিরা নাকি জয়া বচ্চনকে ভয় পান। এ বার তিনি বিয়ে নামক প্রতিষ্ঠানকেই সরাসরি কটাক্ষ করলেন! অভিনেত্রী বললেন, ‘‘বিয়ে ভীষণ প্রাচীনপন্থী বিষয়।’’ তিনি চান না তাঁর নাতনি, নব্যা নবেলী নন্দা বিয়ে করুন! কেন? কী বক্তব্য দিদিমার?

Advertisement

নব্যা সম্প্রতি আইআইএম থেকে ‘এমবিএ’ শেষ করেছেন। এই মুহূর্তে বাবার পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন তিনি। দিদিমার ইচ্ছা, নব্যা যেন কখনও বিয়ে না করেন। জয়ার যদিও বক্তব্য, বর্তমানে যুগ বদলে গিয়েছে। তিনি নব্যাকে জ্ঞান দেওয়ার কেউ নন। জয়ার কথায়, ‘‘দেখুন, যুগ বদলেছে। আজকাল ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে-আপনাকে নিজেদের দাবি বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর বিয়ে নিয়ে লোকের ওই ‘দিল্লি কা লাড্ডু’র ধারণায় আমি বিশ্বাসী নই। তাই আমার মনে হয়, নব্যার বিয়ে করা উচিত নয়। বরং নিজের জীবনটা উপভোগ করুক। আমাদের সময় সই-সাবুদের বিয়ের ধারণা ছিল না। বিয়ের বহু বছর পর সে সব করতে হয়েছে। তা হলে এত বছর আমরা কি অবৈধভাবে ছিলাম? না তো।’’

জয়ার এমন ভাবনার সঙ্গে কি অমিতাভ বচ্চনও একমত? প্রশ্ন শুনে শ্বেতার মা বলেন, ‘‘আমি ওঁকে কখনও এ সব জিজ্ঞাসা করিনি। ওঁকে জিজ্ঞাসা করলে উনি হয়তো বলবেন, জীবনের সব থেকে খারাপ সিদ্ধান্ত এই বিয়ে!’’

Advertisement
আরও পড়ুন