Jeetu Kamal

‘আর্য যেমন অপর্ণাকে স্নেহ করে,আমি দিতিপ্রিয়াকে তেমনই সম্মান করি’, গুজবে জল ঢাললেন দুই তারকা?

নেটপাড়ায় খবর ছড়িয়েছিল, অসন্তোষের জন্য একই সেটের দুই আলাদা ঘরে থাকছেন জীতু ও দিতিপ্রিয়া। সেই প্রসঙ্গেও এই লাইভে কথা বলেন দুই তারকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৫ ১৯:৫০
জল্পনায় জল ঢাললেন জীতু-দিতিপ্রিয়া?

জল্পনায় জল ঢাললেন জীতু-দিতিপ্রিয়া? ছবি: সংগৃহীত।

গত কয়েক দিন ধরে চর্চায় ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। ধারাবাহিকের নায়ক ও নায়িকা জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের মধ্যে নাকি অসন্তোষ দানা বাঁধে। সেটেও নাকি চলে চাপানউতোর। সেই গুজবে জল ঢাললেন এ বার ধারাবাহিকের দুই তারকা। একসঙ্গে চ্যানেলের পেজ থেকে ফেসবুক লাইভ এসে দর্শকের সঙ্গে কথা বললেন তাঁরা।

Advertisement

প্রাথমিক ভাবে ধারাবাহিকের একটি বিশেষ পর্ব নিয়ে কথা বলেন জীতু ও দিতিপ্রিয়া। তবে তার পাশাপাশি খুনসুটিও ধরা পড়ে তাঁদের মধ্যে। প্রথমেই দর্শকের কাছে জীতু প্রশ্ন রাখেন, “আমাদের কেমন লাগছে দেখতে?” তার পরেই জীতু জানান, এই বিশেষ পর্বের শুটিং হয়েছে রাত তিনটে পর্যন্ত। তখনই মশকরা করে অভিনেতা বলেন, “যে ভাবে রাত তিনটের সময়ে দিতিপ্রিয়ার তাকায়, তা দেখলে ভয় লাগবে।” দিতিপ্রিয়া যদিও শুটিং-এর অভিজ্ঞতা সরাসরি ভাগ করে নেন।

কথা প্রসঙ্গেই নিজের নায়িকা সম্পর্কে জীতু বলেন, “আর্য যেমন অপর্ণাকে (ধারাবাহিকের চরিত্রের নাম) স্নেহ করে। আমি তেমন দিতিপ্রিয়াকে খুব সম্মান করি।”

নেটপাড়ায় খবর ছড়িয়েছিল, অসন্তোষের জন্য একই সেটের দুই আলাদা ঘরে থাকছেন জীতু ও দিতিপ্রিয়া। সেই প্রসঙ্গেও এই লাইভে কথা বলেন দুই তারকা। দিতিপ্রিয়া হাসতে হাসতে বলেন, “বিশ্বাস করুন, আমাদের আলাদা আলাদা প্রসাধনী ঘরই দেওয়া হয়। ছেলে ও মেয়েদের আলাদা ঘরই দেওয়া হয়। কেউই কখনও একঘরে থাকেনি।” জীতুও একই সুরে বলেন, “আমরা এক ঘরে কেন থাকব? লোকজন বলছে, জীতু-দিতিপ্রিয়া একঘরে থাকছেন না। কেন এক ঘরে থাকব!”

Advertisement
আরও পড়ুন