Jisshu Sengupta's Comeback Movie In Bollywood

যিশু প্রিয়দর্শনের ছবিতে! সঙ্গী অক্ষয়কুমার, সইফ আলি খান! কোন চরিত্রে দেখা দেবেন অভিনেতা?

এই ছবি দিয়ে ১৭ বছর পরে পর্দা ভাগ করতে চলেছেন অক্ষয় আর সইফ। যিশুকে সেখানে কোন চরিত্রে দেখা যাবে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ২৩:০০
বলিউডে আবার যিশু সেনগুপ্ত।

বলিউডে আবার যিশু সেনগুপ্ত। — ফাইল চিত্র।

বাংলা-বলিউড মিলিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন যিশু সেনগুপ্ত! এই তিনি ঐতিহাসিক ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ‘নিত্যানন্দ’ চরিত্রে। সেই তিনিই প্রিয়দর্শনের ছবিতে! জানা গিয়েছে, ২০২৬-এ পরিচালকের ‘হ্যায়বান’ ছবির অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা তিনি!

Advertisement

শনিবার ঘনিষ্ঠসূত্রে প্রকাশ, পরিচালকের ব্লকবাস্টার মালয়ালি ছবি ‘ওপ্পাম’-এর হিন্দি রূপ এটি। যিশুর সহ-অভিনেতা অক্ষয়কুমার-সইফ আলি খান। রহস্য-রোমাঞ্চে ভরা ছবিতে অভিনেতা কোন চরিত্রে অভিনয় করেছেন? জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল তাঁর সঙ্গে। যিশুকে ফোনে পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, যিশু অক্ষয়ের সঙ্গে ‘ভূত বাংলো’ ছবিতেও অভিনয় করেছেন।

অক্ষয়কুমার-সইফ আলি খানের সঙ্গে যিশু সেনগুপ্ত।

অক্ষয়কুমার-সইফ আলি খানের সঙ্গে যিশু সেনগুপ্ত। ছবি: ফেসবুক।

প্রিয়দর্শনের মালয়ালি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন মোহনলাল। হিন্দি রূপান্তরে ১৭ বছর পরে একসঙ্গে পর্দাভাগ করছেন অক্ষয়-সইফ। এর আগে জুটিকে দেখা গিয়েছে ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিললগি’, ও ‘টশন’-এর মতো হিট ছবিতে। শোনা যাচ্ছে, ছবিতে খলনায়ক নাকি অক্ষয়।

২০২৪-এ ঘোষণার পর ছবির শুটিং হয় চলতি বছরের অগস্টে। ছবির বেশির ভাগ শুটিং হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে। যিশুর অংশের শুটিং শেষ কি না, এখনও জানা যায়নি। সব ঠিক থাকলে নতুন বছরে বলিউডে আরও একবার জাঁকিয়ে বসতে চলেছেন যিশু।

Advertisement
আরও পড়ুন