John Abraham

John Abraham: ভিডিয়ো করছিলেন প্রিয় তারকার! অনুরাগীর হাত থেকে ফোন কেড়ে কী করলেন জন?

জনের দুই অনুরাগী লেন্সবন্দি করার চেষ্টা করছিলেন তাঁকে। বাইকে বসে ফোনের ক্যামেরা চালু করে জনের ভিডিয়ো করছিলেন তাঁরা।

Advertisement
নিজস্ব  প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২১ ১২:২২
অনুরাগীদের চমকে দিলেন জন।

অনুরাগীদের চমকে দিলেন জন।

রাস্তা দিয়ে হেঁটে আসছেন জন আব্রাহ্রাম। সহকারীরাও রয়েছেন সঙ্গেই। সাদামাঠা কালো পোশাকে একেবারেই আড়ম্বরহীন তারকা। কিন্তু অনুরাগীদের উচ্ছ্বাস কি তাতে কমে যায়?

জনের দুই অনুরাগী লেন্সবন্দি করার চেষ্টা করছিলেন তাঁকে। সেই কাজ নিজেই কিছুটা সহজ করে দিলেন তারকা। বাইকে বসে ফোনের ক্যামেরা চালু করে জনের ভিডিয়ো করছিলেন তাঁরা। দূর থেকে গতি বাড়িয়ে হেঁটে এসে ফোনটি কেড়ে নেন তিনি! এর পর নিজেই হেসে অনুরাগীদের প্রশ্ন করলেন, “কেমন আছেন?” উত্তরের অপেক্ষা না করেই ক্যামেরার দিকে তাকিয়ে সকলের উদ্দেশে বললেন, “আপনারা কেমন আছেন?” এর পর সেই দুই যুবককে চিহ্নিত করে বলেন, “ওরা আমার বন্ধু।” এই সংক্ষিপ্ত বার্তা দিয়েই ফোনটি ফেরত দিলেন জন।

Advertisement

নিন্দকেরা বলেন, জন নাকি বদমেজাজি। অনুরাগীদের সঙ্গেও নাকি দুর্ব্যবহার করেন তিনি। তবে সে কথা এ বার নিজেই ভুল প্রমাণ করলেন জন।

নভেম্বরের ২৫ তারিখ মুক্তি পেতে চলেছে তাঁর ছবি ‘সত্যমেব জয়তে’। অ্যাকশন ঘরানার এই ছবিতে একই সঙ্গে তিন চরিত্রে অভিনয় করবেন জন।

Advertisement
আরও পড়ুন