Kajol on Ajay Devgn

২৫ বছরের দাম্পত্যে কখনও আঁচ পড়তে দেননি অজয় দেবগন, হঠাৎ কেন পতিনিন্দা শুরু করলেন কাজল?

মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই সে ভাবে কথা বলেননি। এ বার স্বামীর নামে নিন্দা করলেন কাজল!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ১৫:১৯
kajol opens up On Working with Husband Ajay Devgn as producer

অজয়কে নিয়ে কী বললেন কাজল? ছবি: সংগৃহীত।

বলিউডে সম্পর্ক এবং বিয়ে নিয়ে হাজার জল্পনার চলতেই থাকে। সেই ভিড়ে এই তারকা দম্পতিকে নিয়ে গুজব বা চর্চাও নেই তেমন। অজয়কে বিয়ে করে ঘরকন্না করবেন বলে কেরিয়ারের মধ্যগগনে থেকেও সব ছেড়ে দেন তনুজা-কন্যা। দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন তাঁরা। দুই ছেলেমেয়ে নিয়ে সুখের সংসার তাঁদের। কাজল বিভিন্ন সাক্ষাৎকারে অজয়ের সঙ্গে প্রেমের অধ্যায় থেকে দাম্পত্য জীবনের খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন। তুলনায় মিতভাষী অজয় ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই সে ভাবে কথা বলেননি। এ বার স্বামীর নামে নিন্দা করলেন কাজল!

Advertisement

সদ্য ‘মা’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। এই ছবিতে মুখ্য চরিত্রে তিনি, প্রযোজক অজয় দেবগন। ছবির প্রথম ঝলক যে দিন প্রকাশ্যে এল, সেই অনুষ্ঠানে স্বামীর সঙ্গে হাজির হন তিনি। যদিও সে দিনের অনুষ্ঠানে কাজল ও অজয়ের একটি ভিডিয়ো ভাইরাল হয়। দেখা যায় অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অজয়। খানিক ভয় মিশ্রিত চোখে স্বামীর দিকে তাকাচ্ছেন কাজল। সে দিনের ভিডিয়ো নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। যদিও কাজল বলেন, ‘‘প্রযোজক হিসেবে অজয়ের সঙ্গে কাজ করা সহজ কথা নয়। আমাকে মারাত্মক জ্বালিয়েছে শুটিং চলাকালীন। খুব বিরক্ত হয়েছি।’’

Advertisement
আরও পড়ুন