Govinda Sunita

গোবিন্দকে বিয়ে করে সুখে নেই! সুনীতা নয়, কার সঙ্গে বেশি সময় কাটাতেন, মুখ খুললেন তারকা-পত্নী

বিয়ের পর থেকে স্বামীকে সে ভাবে পাননি। এ নিয়ে আক্ষেপ রয়েছে সুনীতার। তবে এত বছরের তাঁদের সম্পর্কে টিঁকে রয়েছে কোন বিশ্বাসে ভিত্তিতে? পোস্ট কপি: গোবিন্দকে নিয়ে বিস্ফোরক সুনীতা

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ২০:৫৭
Govinda\\\'s Wife Sunita Ahuja Claims he spends more time with her Co star

গোবিন্দকে নিয়ে কী বললেন সুনীতা? ছবি: সংগৃহীত।

তারকা-পত্নী হওয়া যে সোজা কথা নয়, তা টের পেয়েছিলেন সুনীতা আহুজা। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। সুনীতা যে খুব সুখে ছিলেন তা নয়। তিনি সাফ জানান, বুকে পাথর রেখে তারকা-পত্নী হওয়া যায়। প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত।

Advertisement

তার পর দীর্ঘ সময় একে অপরের পাশে ঢাল হয়ে থেকেছেন। এত বছরের দাম্পত্য, তবু একসঙ্গে বাস করেন না গোবিন্দ-সুনীতা। তাঁদের ছাদ আলাদা, সম্প্রতি জানিয়েছেন সুনীতা। দুই সন্তানকে নিয়ে তিনি থাকেন ফ্ল্যাটে। ঠিক তার উল্টো দিকে নিজের বাংলোয় একা থাকেন অভিনেতা। যদিও বিয়ের পর থেকে স্বামীকে সে ভাবে পাননি। আক্ষেপ রয়েছে সুনীতার। তবে এত বছরের তাঁদের সম্পর্ক টিঁকে রয়েছে বিশ্বাসের ভিত্তিতে। সুনীতার কথায়, ‘‘যখন আমার সন্তান হয় তখন গোবিন্দ বাইরে শুটিং করছে। আমার শাশুড়ি মা সঙ্গে ছিলেন। অত ছোট্ট বাচ্চা নিয়ে বাইরে যাওয়াও যায় না। বুকে পাথর চাপা দিতে হয় আসলে। যখন তুমি দেখবে, তোমার স্বামী তোমার থেকে বেশি সময় কাটাচ্ছে সহ-অভিনেত্রীর সঙ্গে।’’ যদিও গোবিন্দ-পত্নী স্বামীকে নিয়ে আত্মবিশ্বাসী, তাঁর স্বামী তেমন খারাপ কিছু কখনও করেননি।

Advertisement
আরও পড়ুন