Kangana Ranaut on Donald Trump

‘ট্রাম্প আলফা মেল হলে মোদী ওদের বাবা’, চাপে পড়ে মন্তব্য মুছেও নিস্তার নেই কঙ্গনার?

ট্রাম্পকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই বিজেপির তরফ থেকে জেপি নড্ডা সেই পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দেন তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১৩:০১
Kangana Ranaut deleted her post on the US president Donald Trump

ডোনাল্ড ট্রাম্পকে তুলোধনা কঙ্গনার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ভারতে আর অ্যাপ্‌লের জিনিস তৈরি করার দরকার নেই। অ্যাপ্‌‌ল কর্তাকে নাকি এই পরামর্শ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সকালে নিজেই এই খবর জানান আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই মন্তব্যের পরেই নেটপাড়ায় সমালোচনার ঝড় ওঠে। মেজাজ হারান অভিনেত্রী তথা সাংসদ কঙ্গনা রনৌতও। ট্রাম্পকে খোঁচা দিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই বিজেপির তরফ থেকে জেপি নড্ডা সেই পোস্ট মুছে দেওয়ার নির্দেশ দেন তাঁকে। পোস্টটি মোছার পরে নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন কঙ্গনা।

Advertisement

বিতর্কিত মন্তব্য মুছে দিয়ে কঙ্গনা লেখেন, “শ্রদ্ধেয় জেপি নড্ডাজি আমাকে ফোন করে ট্রাম্পকে নিয়ে করা আমার পোস্টটি মুছে দিতে বলেছেন। আমার ব্যক্তিগত মতামত এই ভাবে তুলে ধরার জন্য আমি অনুতপ্ত। নির্দেশ অনুযায়ী আমি সেই পোস্ট তৎক্ষণাৎ মুছে দিয়েছি।”

কিন্তু ট্রাম্পকে নিয়ে কী লিখেছিলেন কঙ্গনা? বলিউডের ‘কুইন’ তথা মন্ডীর সাংসদ প্রশ্ন তুলেছিলেন, “হঠাৎ ভালবাসা কমে যাওয়ার (ভারতের প্রতি আমেরিকার) নেপথ্যে কী কী কারণ থাকতে পারে?” তার পরে নিজেই এক এক করে কারণগুলি তুলে ধরেন। কঙ্গনা লেখেন, “প্রথমত, তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু সারা বিশ্বের সবচেয়ে প্রিয় নেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী। দ্বিতীয়ত, ট্রাম্প দ্বিতীয় দফার প্রেসিডেন্ট। আর মোদী তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন। তৃতীয়ত, নিঃসন্দেহে ট্রাম্প একজন আলফা মেল। কিন্তু আমাদের মোদী সব আলফা মেলের বাবা। আপনাদের কী মনে হয়?” ট্রাম্পের মন্তব্য কূটনৈতিক নিরাপত্তাহীনতা থেকে না কি ব্যক্তিগত ঈর্ষা থেকে? সেই প্রশ্নও তুলেছেন কঙ্গনা। এই পোস্ট কঙ্গনা মুছে দেওয়ার আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তাই পোস্ট মুছে দেওয়ার পরেও কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে।

Advertisement
আরও পড়ুন