কঙ্গনা রনৌতের বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্যি? ছবি: ফেসবুক।
উঠতে বসতে সমালোচনা করেন। সারা ক্ষণ কারও না কারও খুঁত ধরেই চলেছেন! এ বার কঙ্গনা রনৌতের খুঁত ধরতেই খেপে উঠলেন অভিনেত্রী-রাজনীতিবিদ।
কঙ্গনার বিরুদ্ধে বারাণসী নোংরা করার অভিযোগ! অভিনেত্রী তাঁর প্রিয় টিকিয়া-ছোলা খেয়ে প্লেটটি রাস্তায় ফেলেছেন। দাবি অনুরাগীদের। সম্প্রতি তাঁর বারাণসী ভ্রমণের কিছু ঝলক ভাইরাল। সেই ঝলক দেখে একদল নেটাগরিকের অভিযোগ, খাওয়া শেষ হতেই কঙ্গনা ফাঁকা প্লেটটি নাকি রাস্তায় ছুড়ে ফেলেছেন। নির্দিষ্ট জায়গায় ফেলেননি। দেশের পবিত্র শহরে এ ভাবে আবর্জনা ফেলার জন্য কটাক্ষে বিঁধতেও ছাড়েননি তাঁরা।
কিন্তু কঙ্গনা কি সত্যিই এ রকম কিছু করেছেন? তাঁকে কাঠগড়ায় তুলতেই স্বমহিমায় অভিনেত্রী। কিছু ‘স্ক্রিনশট’ সঙ্গে সঙ্গে সমাজমাধ্যমে দিয়েছেন। দেখিয়েছেন, যেখানে দাঁড়িয়ে খাবার খাচ্ছিলেন, সেখানেই তাঁর পায়ের কাছে আবর্জনা ফেলার পাত্র রাখা ছিল। তিনি নির্দিষ্ট স্থানে তাঁর এঁটো প্লেটটি ফেলেছেন। রাস্তায় ছুড়ে ফেলেননি।
তার পরেই কঙ্গনা একহাত নিয়েছেন অভিযোগকারীদের। লিখেছেন, “মিথ্যা অভিযোগ ছড়ানোর আগে চারপাশ ভাল করে দেখে নিন। যাতে আপনাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত না হয়। বারাণসী কেন, কোনও শহরকেই আবর্জনা ফেলে নোংরা করি না।” তাঁর পাল্টা কটাক্ষ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে হেয় করার জন্যই অভিনেত্রীর পায়ের কাছে রাখে আবর্জনা ফেলার পাত্রটিকে ইচ্ছা করে দেখানো হয়নি।