Samantha Ruth Prabhu After Marriage

বিয়ের পরের দিনই এই কাজটি করলেন সমান্থা! দেখে চমকে গেলেন অনুরাগীরাও, কী করলেন অভিনেত্রী?

সমান্থার এই পদক্ষেপে খুশি তাঁর ভক্তরা। সহকর্মীরাও ভাবতে পারেননি, অভিনেত্রী এত তাড়াতাড়ি কাজটি করবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৫ ১১:৪২
নবদম্পতি রাজ নিদিমোরু-সমান্থা রুথ প্রভু।

নবদম্পতি রাজ নিদিমোরু-সমান্থা রুথ প্রভু। ছবি: ফেসবুক।

যা করছেন তা-ই খবর! সমান্থা রুথ প্রভুকে নিয়ে আলোচনা অফুরন্ত। ১ ডিসেম্বর সকালে পরিচালক রাজ নিদিমোরুকে চুপি চুপি বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন। বিয়ের পরের দিনেই সমান্থা কাজে ফিরতেই আবার শোরগোল।

Advertisement

হোক দ্বিতীয় বিয়ে। আরও একবার নতুন জীবনে পা রাখার আগে নিজেকে গোছাতে সময় লাগে বইকি! বিয়ের পর তাই কয়েক দিন হয়তো ছুটি নেবেন সমান্থা, আশা করেছিলেন তাঁর অনুরাগী, সহ-অভিনেতারা। অভিনেত্রী সে পথে হাঁটেননি। পরের দিনই কাজে ফিরেছেন। তাঁকে সেটে দেখে চমকে গিয়েছেন তাই বাকিরা। পর ক্ষণেই খুশিতে ফেটে পড়েছেন। নববধূকে পেয়ে তাঁদের আনন্দ ধরে না। শুটে ফিরে খুশি অভিনেত্রীও।

রূপটান নিতে নিতে ছবি দিয়েছেন সমাজমাধ্যমে। লিখেছেন, “চলো, শুরু করা যাক/ মা ইন্তি বঙ্গারাম।” প্রসঙ্গত, এই ছবিতে কাজ করতে করতেই সাতপাক ঘুরলেন সমান্থা-রাজ। সে কথা উল্লেখ করে অভিনেত্রী লিখেছেন, “ভালবাসা এবং আশীর্বাদ ঘিরে রয়েছে আমাদের। #মা ইন্তি বাঙ্গারামের মুহূর্ত দিয়ে নতুন যাত্রা শুরু। আমাদের কাজ সবাইকে দেখানোর জন্য উন্মুখ। আপনাদের শুভেচ্ছা চাই।” পাশাপাশি, বিয়ের ছবিতেও ভরে উঠেছে রাজ এবং সমান্থার সমাজমাধ্যম।

Advertisement
আরও পড়ুন