Kangana Ranaut's Electricity bill

মাথায় হাত কঙ্গনার, বাড়ির বিদ্যুতের বিল দেখে, কাকে দুষছেন অভিনেত্রী?

মানালির বাড়িতে নাকি খুব বেশি থাকা হয় না, দাবি কঙ্গনার। তার পরও সেই বাড়ির বিদ্যুতের বিল দেখে প্রায় চক্ষু চড়কগাছ অভিনেত্রীর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৫ ২০:১৬
Kangana Ranaut slams Himachal Pradesh Government for her house Electricity bill

কত লাখের বিল মেটাবেন কঙ্গনা? ছবি: সংগৃহীত।

হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি। রাজনীতির পাশেই অভিনয়ও চলছে একই গতিতে। বিতর্কিত মন্তব্যের কারণে প্রায়ই শিরোনামে উঠে আসেন কঙ্গনা রানৌত। কর্মসূত্রে হয় তিনি দিল্লিতে থাকে, নয় থাকতে হয় মুম্বইয়ে। যদিও মানালিতে পাহাড়ের কোলে রাজকীয় বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে প্রায় চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। গর্জে উঠছেনে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।

Advertisement

কঙ্গনা জানান, চলতি মাসে তিনি বাড়ি ১ লাখ টাকার বিদ্যুতের বিল পেয়েছে। যার ফলে তিনি প্রশ্নে তুলেছেন সেই রাজ্যে কংগ্রেসের সরকারের বিরুদ্ধে। এমন বিল দেখে লজ্জিত তিনি। নিজের লোকসভায় একটি অনুষ্ঠানে গিয়ে কঙ্গনার বলেন, ‘‘এই মাসে আমার মানালির বাড়ির জন্য ১ লাখের বিদ্যুৎ বিল পেয়েছি। মজার বিষয় সেখানে আমি বসবাসই করি না। ভাবুন, কি করুণ অবস্থা। এ সব দেখে আমার লজ্জা করে।’’ তিনি আরও বলেন, “ আমাদের সবাইকে এগিয়ে আসতে। আমাদের রাজ্যকে, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হবে, এরা নেকড়ে, এবং আমাদের রাজ্যকে এদের কবল থেকে মুক্ত করতে হবে।’’

Advertisement
আরও পড়ুন